টেক টিপস

ড্রাইভিং লাইসেন্স অনলাইন ডাউনলোড পদ্ধতি ও না থাকলে ফাইন কত?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ড্রাইভিং লাইসেন্স এমনি একটি ডকুমেন্টস যা না থাকলে গাড়ি বা বাইক নিয়ে রাস্তায় বেরোলে যখন তখন ট্রাফিক পুলিশ ফাইন হাতে ধরিয়ে দিবে। তাছাড়া ২০২২ সালে ট্রাফিক ফাইনের পরিমাণ টা অনেকটাই বেশি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকে আমরা দেখে নিচ্ছি যে, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইন আবেদন ও পরীক্ষা সবকিছু দিয়েছেন। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স নাম্বার ও মেসেজে পেয়েছেন কিন্তু কার্ড এখনো হাতে পাননি।তাহলে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে। এই ডাউনলোড ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে দিলেই ট্রাফিক পুলিশ আপনাকে ছেড়ে দিবে।

তার আগে একনজরে দেখে নিচ্ছি নতুন লিস্টটি কোন ডকুমেন্টস না থাকলে কত করে ফাইন দিতে হবেঃ-
নয়া নির্দেশিকা জারি করে সরকারের তরফে জানানো হয়েছে

১) ড্রাইভিং লাইসেন্স বা সিএফ না থাকলে প্রথম দফায় চালককে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

২) একই ঘটনা দ্বিতীয় বার ঘটলে চালককে দিতে হবে ১৫০০ টাকা জরিমানা।

৩) এদিকে কন্ট্রাক্ট ক্যারেজের পারমিট থাকলেও যদি চালক যেতে অস্বীকার করেন, সেক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা দিতে হবে তাঁকে।

৪) রোড সেফটি, বায়ু দূষণ ও শব্দদূষণ আইন ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে চালককে। পাশাপাশি লাইসেন্স ৩ মাসের জন্য বাতিল হবে।

৫) সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে।

৬) ট্রাফিক পুলিশকে ভুয়ো বা মিথ্যে তথ্য প্রদান করলে এখন থেকে ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে।

৭) ট্রাফিক আইন অমান্য করলেও দিতে হবে ২০০০ টাকা জরিমানা।

৮) ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে।

৯) ড্রাইভিং লাইসেন্স রাখার অনুমতি না থাকা সত্ত্বেও গাড়ি চালালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা।

১০) মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালালে ১০০০ টাকা।

১১) এদিকে আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।

১২) উপযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা।

১৩) উপযুক্ত পারমিট ছাড়া গাড়ি চালালেও জরিমানার অঙ্ক ১০ হাজার।

১৪) নির্দিষ্ট গতির বেশি গতিতে গাড়ি চালালে হালকা যানের চালককে দিতে হবে ১০০০ টাকা জরিমানা। একই ক্ষেত্রে মাঝারি ও ভারী যানের চালককে জরিমানা দিতে হবে যথাক্রমে ২০০০ ও ৪০০০ টাকা।

১৫) অপরদিকে বিপজ্জনক ভাবে গাড়ি চালালে গুনতে হবে ৫০০০ টাকা জরিমানা।

১৬) পাশাপাশি একই অপরাধ তিন বছরের মধ্যে করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে চালককে।

১৭) সেফটি বেল্ট না বাঁধলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

১৮) হেলমেট না পরলেও দিতে হবে ১০০০ টাকা।

ড্রাইভিং লাইসেন্স অনলাইন ডাউনলোডঃ-

১) প্রথমে আপনাকে প্লে স্টোর এ আসতে হবে মোবাইল ফোনের।
২) সার্চ করুন Digilocker লিখে।
৩) App টি ডাউনলোড করুন।
৪) এরপর Get Started এ ক্লিক করে Create Account এ ক্লিক করুন।
৫) এরপর আধার কার্ড দেখে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার কার্ড নাম্বার,মোবাইল নাম্বার ইত্যাদি বসিয়ে সাবমিট করুন।
৬) লগইন হওয়ার পর সার্চে গিয়ে West Bengal লিখে সার্চ করে। তার মধ্যে থেকে ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক করুন।
৭) এরপর ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে দিয়ে ডাউনলোড করে নিন।

Digilocker App Download Link :- 

Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button