আগামী মাস থেকে দুয়ারে সরকার ক্যাম্প,৩২ টি নতুন প্রকল্প, দেখুন কবে কোথায় বসবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২০ সালের ডিসেম্বর মাসে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেন।পশ্চিমবঙ্গ সরকার এই ক্যাম্প চালু করার উদ্যোগ নেন, যাতে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়া সহজ হয়।
এই শিবিরগুলি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে
অনুষ্ঠিত হয়। দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদনপত্র নেওয়া হয় ও কোনো সমস্যা থাকলে তার সমাধান এর পথ দেখিয়ে দেওয়া হয়।
আগামী এপ্রিল মাস থেকে রাজ্যে আবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলছে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩২ টি প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী।
আপনার এলাকায় কিংবা পৌরসভায় কবে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে,তা আপনি খুব সহজেই মোবাইল দিয়ে চেক করতে পারবেন।
এপ্রিল ২০২৩ দুয়ারে সরকার ক্যাম্পে নতুন নতুন প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী। দেখে নিন আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প।
duare sarkar camp list 2023 kobe hobe
duare sarkar camp list 2023
১) প্রথমে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Find Your Camp এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে জেলা, ব্লক,GP/WD সিলেক্ট করতেই আপনার সামনে লিস্ট চলে আসবে। কবে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে।
Duare Sarkar Camp List:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক