অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তার আট বছরের ছেলে সাবির অবশেষে দেশে মাটিতে। শুক্রবার সন্ধ্যায় মালদার মহদিপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সূত্র মোতাবেক জানা গেছে, দেশে ফেরার পর সোনালিকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
বীরভূমের মুরারইয়ের সোনালি বিবি স্বামী সহ আরও কয়েকজন কাজ করতেন দিল্লিতে। বাঙ্গালি হবার দরুন বাংলা ভাষার কথা বললে বাংলাদেশী তকমা দিয়ে গত জুনে দিল্লি পুলিশ সন্দেহে সোনালি ও তার পরিবারকে আটক করে এবং পরে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়। তখনই সোনালি অন্তঃসত্ত্বা ছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে সোনালি ও তার ছেলে ভারতে ফেরত আনেন।
যদিও পরিবারের বাকি চার সদস্য স্বামী দানিশ শেখ, সুইটি বিবি ও দুই নাবালক সন্তান এখনো বাংলাদেশেই ।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম নিজস্ব এক্স সোশ্যাল মিডিয়া একাউন্টে টুইট করে বলেন,‘সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র দ্রুত পদক্ষেপ নেয়নি। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের পরই সোনালি দেশে ফিরতে পেরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভিনরাজ্যে বাংলাভাষীদের নানা ভাবে হেনস্থার যে অভিযোগ রাজ্যের শাসক দল তুলে ধরলেও, শাসক বিরোধী দল সেটাকে মানতে নারাজ।

