নিয়োগ দুর্নিতির মামলায় পার্থর পর এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন পেয়েছেন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অন্যান্য মামলাতেও তাকে জামিন দিয়েছেন। আজ সিবিআই মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবার দীর্ঘদিনের জেলবন্দি জীবন থেকে মুক্তি পেতে চলেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রসঙ্গত, ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হিসেবে দায়িত্ব নেন কল্যাণময়। এরপর ২০১৬ সালে তিনি পর্ষদের সভাপতি হন এবং ২০২২ সালের ২২ জুন পর্যন্ত ওই পদে ছিলেন। সেই সময়ে ২০১৬ সালের SSC নিয়োগ প্যানেলে অনিয়মের অভিযোগ ওঠে, যার কারণে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান।


সিবিআই অভিযোগ করেছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত ছিলেন।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বেআইনিভাবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন। প্রথমে ওই পদে থাকার বয়সসীমা ৬০ থেকে ৬৫ বছর এবং পরে ৬৫ থেকে ৬৮ বছর পর্যন্ত বাড়ানো হয়েছিল। অভিযোগ, ৬৮ বছর পেরিয়ে যাওয়ার পরও তিনি অতিরিক্ত বেতনসহ দায়িত্বে ছিলেন।

কল্যাণময় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন মঞ্জুর করেন। তবে জামিন মঞ্জুর হলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেনা। এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও একই মামলায় জামিন পেয়েছিলেন।

Related News