মাধ্যমিক পাশ থাকলেই সুখবর। মোট ৬ জনকে নিয়োগের লক্ষ্যে গ্রুপ–সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ (IITR)। কেন্দ্র সরকারের অধীনে এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ মিলছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই। মাল্টি টাস্কিং স্টাফ ও ড্রাইভার হিসেবে নিয়োগ করা হবে।
ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
কোন কোন পদে আবেদন করতে পারবে
মাল্টি-টাস্কিং স্টাফ( MTS) পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া চাই। এই পদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর। এ ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC, ST ও ওবিসি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন স্কেল: ১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
অপরদিকে ড্রাইভার পদে আবেদন করতে হলে প্রার্থীকে দশম শ্রেণী পাশ হতে হবে। পাশাপাশি হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে ও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। তবে এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর। এছাড়াও সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা পর্যন্ত, এছাড়াও থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করার পর লিখিত পরীক্ষা হবে এছাড়াও ড্রাইভার পদের জন্য ড্রাইভিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা এছাড়া মহিলা,এস সি এবং এস টি প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
কিভাবে আবেদন করবেন
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের CSIR-IITR-এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
Notification Download Link:- Download Now

