ট্রেন্ডিং খবর

নতুন/পুরনো সমস্ত ভোটার কার্ড ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ভারতীয় ভোটার আইডি কার্ড [Electronic Photo Identity Card (EPIC)] হল ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ইস্যু করা একটি পরিচয় নথি, যা ভারতের প্রাপ্তবয়স্কদের জন্য 18 বছর বয়সে পৌঁছেছে, যা প্রাথমিকভাবে ভারতীয় নাগরিকদের জন্য একটি পরিচয় প্রমাণ হিসাবে কাজ করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশের পৌরসভা, রাজ্য এবং জাতীয় নির্বাচনে তাদের ব্যালট দেওয়ার সময় ভোটার কার্ড কাজে আসে।এটি একটি মোবাইল ফোনের সিম কার্ড কেনা বা পাসপোর্টের জন্য আবেদন করার মতো অন্যান্য উদ্দেশ্যে সাধারণ পরিচয়, ঠিকানা এবং বয়স প্রমাণ হিসাবেও কাজ করে৷ এটি স্থল বা আকাশপথে নেপাল এবং ভুটানে ভ্রমণের জন্য একটি ভ্রমণ নথি হিসেবেও কাজ করে। এটি Electronic Photo Identity Card (EPIC) নামেও পরিচিত। ১৯৯৩ সালে প্রধান নির্বাচন কমিশনারের আমলে এটি প্রথম চালু হয়।

যদি আপনি ভোটার কার্ড আবেদন করে থাকেন বা আপনার ভোটার কার্ড হয়ে গেছে তাহলে আপনি এখন ডিজিটাল ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।

Voter Card Download Online In Bengali

১) প্রথমে আপনাকে NVSP এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।


২) এরপর Log in/Register এ ক্লিক করুন।
৩) Id Password থাকলে তা বসিয়ে লগইন করুন। নয়তো নিচে থাকা Register as a new user এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করে লগইন করুন।
৪) পরবর্তী পেজে e-Epic Download এ ক্লিক করুন।
৫) এরপর রাজ্যের নাম ও ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে করে ডাউনলোড করে নিন।

Website Link:- ক্লিক

Voter Card Mobile Number Link:-

১) প্রথমে আপনাকে NVSP এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর From 8 এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Voter Id Card নাম্বার বসিয়ে দিয়ে Next করুন।
৪) পরবর্তী পেজে Mobile Number এর Box টি সিলেক্ট করে নিচে Mobile Number বসিয়ে দিন ও সাবমিট করুন।
৫) এরপর একটি Reference Number পাবেন সেটি দিয়ে Track Status এ ক্লিক করে Status Check করতে পারবেন।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button