ট্রেন্ডিং খবর

সামনে ভোট,নতুন ভোটার কার্ড ওয়েবসাইট চালু, আবেদন, সংশোধন, নাম চেক ও ডাউনলোড করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন ভোটার সার্ভিস পোর্টাল চালু করা হলো।নতুন এই ভোটার পোর্টাল থেকে কোন কোন কাজগুলো করা যাবে তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একটি মাত্র ওয়েবসাইট থেকে (Voter Service Portal) আপনি ঘরে বসে বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন। নতুন ভোটার কার্ড আবেদন, ভোটার কার্ড সংশোধন, ভোটার কার্ড ডাউনলোড, ভোটার লিস্টে নাম,বুথ নং, পোলিং সেন্টার ইত্যাদি।

How To Use Voter Service Portal West Bengal

১) প্রথমে আপনাকে Voter Service Portal Log In করতপ হবে। এরজন্য আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে।

২) আপনি Voter Service Portal এ এসে Sign Up এ ক্লিক করুন। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে আইডি পাসওয়ার্ড তৈরি করুন।
৩) এরপর লগইন এ ক্লিক করে Id Password বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) লগইন করতেই আমাদের সামনে Dashboard চলে আসবে। সেখানে সমস্ত ফর্ম দেখতে পারবেন।
৫) নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য New From 6 এ ক্লিক করুন।
৬) ভোটার কার্ড ডিলিট করার জন্য From 7 এ ক্লিক করুন।
৭) ভোটার কার্ড সংশোধন কারার জন্য From 8 এ ক্লিক করুন।
৮) ভোটার কার্ড আধার কার্ড লিংক করার জন্য From 6B তে ক্লিক করুন।

৯) ভোটার কার্ড এর স্ট্যটাস চেক করার জন্য Track Application Status এ ক্লিক করে Application Reference Number বসিয়ে চেক করে নিন।
১০) ভোটার লিস্টে নামের বানান, বুথ,পোলিং সেন্টার দেখতে Search in Electoral Roll এ ক্লিক করে নাম কিংবা ভোটার নাম্বার দিয়ে চেক করে নিন।
১১) ভোটার কার্ড ডাউনলোড করার জন্য E-EPIC Download এ ক্লিক করে ভোটার কার্ড ডাউনলোড করে নিন।

Voter Card New Website Link:-

Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button