উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি ২৫ হাজার টাকা মাসে-আবেদন পদ্ধতি দেখুন!
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY) এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো।শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার পদে। পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার পদে বেতন দেওয়া হবে ২৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে,বেতন কত করে শূন্যপদ কতগুলো বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
পদের নামঃ– স্টেনোগ্রাফার (Stenographer)
শূন্যপদঃ– মোট শূন্যপদ ৫২টি রয়েছে। যার মধ্যে UR-২৩টি,SC-০৭টি, ST- ০৩টি, OBC- ১৪টি, EWS- ০৫টি।
বয়সঃ– স্টেনোগ্রাফার পদে আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনঃ– স্টেনোগ্রাফার পদে বেতন দেওয়া হবে ২৫ হাজার ৫০০ থেকে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত।
যোগ্যতাঃ– Stenographer পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে। এর পাশাপাশি ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে।
পদের নামঃ– Junior Assistant Cum Typist (JAT)
বেতনঃ– এই পদে প্রতি মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়সঃ– Junior Assistant Cum Typist পদ আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
শূন্যপদঃ– এখানে মোট ৫০ টি শূন্যপদ রয়েছে, সকলের জন্য আলাদা আলাদা শূন্যপদ বিন্যাস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ফলো করুন।
আবেদন পদ্ধতিঃ– Stenographer কিংবা Junior Assistant Cum Typist পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য recruitment.nta.nic.in কিংবা ignourecruitment.nta.nic.in এই দুটো ওয়েবসাইট এর মধ্যে যেকোনো একটিতে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন শেষ করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ– ২১শে ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে।
আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ডাউনলোড করুনঃ- ডাউনলোড লিংক
Website Link:- ক্লিক