মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আজ শনিবার (১০ মে) ‘রিয়াল ডোনাল্ড ট্রাম্প’ নামের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশকেই অভিনন্দন।”
ট্রাম্পের দাবি, কয়েক দিন ধরে তাঁর প্রশাসন ভারতের ও পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিল। হোয়াইট হাউস জানায়, এখন থেকে ভারত ও পাকিস্তান আর একে অপরের ওপর হামলা চালাবে না।
এই ঘোষণা আসার পর অনেকেই ভাবছেন, ওয়াঘা সীমান্তে দুই দেশের মধ্যে যে উত্তেজনা ছিল, তা কি এখন কমবে? শুরু থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি আনার জন্য ট্রাম্প আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছিলেন।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের তাহলে দুদেশের মধ্যে উত্তেজনা কমবে
গত ৬ মে ভারতের ‘অপারেশন সিদুর’ এর পাল্টা হিসেবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’। এতে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ে।
এই পরিস্থিতিতে ট্রাম্প সোশ্যাল মিডিয়া এক্স এ দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তাঁর ভাষায়, “দুই দেশের সঙ্গেই আমার সম্পর্ক ভালো, আমি শান্তি চাই।”

তবে প্রশ্ন উঠেছে এই ঘোষণার পর সত্যিই কি উত্তেজনা কমবে? কারণ এতিমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তিনিও এখনও সফল হননি।