সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য বড় সুখবর। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে চাকরির সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI)। ২২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।
প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এই নিয়োগের আওতায় অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট, সেকশন অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, লাইব্রেরি ও ল্যাবরেটরি সহকারী সহ মোট ৪৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। ঐসব পদে নিয়োগ হলে প্রার্থীদের কাজ করতে হবে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও গিরিডিহে অবস্থিত আইএসআই-এর বিভিন্ন দফতর ও কেন্দ্রে।
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। যোগ্য প্রার্থীরা ISI-এর দেওয়া ফরম পূরণ করে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র ৩০ দিনের মধ্যে পৌঁছাতে। তবে অনলাইনে আবেদন করার সুযোগ নেই।
ঠিকানা: Chief Executive (A&F), Indian Statistical Institute,
203, বি. টি. রোড, কলকাতা – ৭০০১০৮
আবেদন ফি: জেনারেল, ডাবলু এস ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা। এবং এস সি ও এস টি প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা এ ছাড়া মহিলাদের জন্য কোনরকম আবেদন ফি দিতে হবে না।
পদ ভেদে আবেদনকারীদের যোগ্যতা বেতন কাঠামো দেখে নিন
১. অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ‘A’:
বিষয়: কম্পিউটার সাইন্স
পদসংখ্যা: ৪
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন স্কেল: ৪৪ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। এছাড়াও সরকারী সুযোগ সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ভালো রেজাল্টসহ মাস্টার্স বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। পাশাপাশি ৩ বছরের কম্পিউটার বিষয়ে কাজের অভিজ্ঞতা।
২. সেকশন অফিসার(অ্যাকাউন্টস:
পদসংখ্যা: ৩
বয়সসীমা: ৪০ বছরের নিচে হতে হবে।
বেতন স্কেল: ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা এছাড়াও সরকারী সুযোগ।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য CA অথবা ICWA তে ব্যাচেলর ডিগ্রি এছাড়াও ফাইনান্স এ মাস্টার্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। পাশাপাশি কমার্স গ্র্যাজুয়েটসহ SOGE পরীক্ষায় পাশ করলেও পাবেন আবেদনের সুযোগ এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতাও থাকা লাগবে।
৩. সেকশন অফিসার (জেনারেল):
পদসংখ্যা: ১০
বয়সসীমা: ৪০ বছরের নিচে হতে হবে।
বেতন স্কেল: ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি। এছাড়াও পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।
৪. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘A’:
বিষয়: কম্পিউটার সায়েন্স ও লাইব্রেরি সায়েন্স।
পদসংখ্যা: কম্পিউটার সায়েন্স এ ৪টি এবং লাইব্রেরী সায়েন্স এ ২টি।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল: ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও লাইব্রেরি সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রি হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য।
৫. ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (সিভিল) ‘A’:
পদসংখ্যা: ১
বয়সসীমা: ৩৫ বছরের নিচে হতে হবে।
বেতন স্কেল: ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ পাশের পাশাপাশি তিন বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
৬. অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি) ‘A’:
পদসংখ্যা: ১
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল: ২১,৭০০ – ৬৯,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী পাশ এছাড়াও ভোকেশনাল পাশ। পাশাপাশি কম্পিউটার ও ডাটা এন্ট্রির কাজ জানতে হবে।
৭. কার্পেন্টার ‘A’:
পদসংখ্যা: ১
বয়সসীমা: ৩৫ বছর
বেতন স্কেল: ২১,৭০০ – ৬৯,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য দশম শ্রেণী অথবা আইটিআই পাশ হলেও আবেদন করতে পারবেন।
৮. ইলেকট্রিশিয়ান ‘A’:
পদসংখ্যা: ৪
বয়সসীমা: ৩৫ বছর
বেতন: ২১,৭০০ – ৬৯,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য দশম শ্রেণী পাশ অথবা ইলেকট্রিশিয়ান বিষয়ে আইটিআই পাশ থাকতে হবে।
৯. ফার্মাসিস্ট ‘A’:
পদসংখ্যা: ১
বয়স: ৩৫ বছর।
বেতন: ২৯,২০০ – ৯২,৩০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ এছাড়াও ফার্মাসি উপর ২ বছরের ডিপ্লোমা যা পিসিআই রেজিস্ট্রেশন থাকা লাগবে।
১০. ড্রাইভার ‘A’:
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণী পাশ। পাশাপাশি গাড়ি চালানোর লাইসেন্স সহ গাড়ির চালানোর অভিজ্ঞতা।
১১. বাইন্ডার ‘A’:
শূন্যপদ: ১
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণী পাশ অথবা আইটিআই পাশ সহ উক্ত কাজের অভিজ্ঞতা।
১২. অপারেটর-কাম-মেকানিক (AUDIO-VISUAL) ‘A’:
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশাপাশি কাজের অভিজ্ঞতা।
১৩. অ্যাসিস্ট্যান্ট (প্রিন্টিং) ‘A’:
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ পাশ সহ প্রিন্টিং মেশিনের চালানো নিয়ে ডিপ্লোমা এবং কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
১৪. অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি) ‘A’:
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণী পাশের পাশাপাশি লাইব্রেরী সায়েন্স সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতা।
১৫. অপারেটর-কাম-মেকানিক (লিফট) ‘A’:
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইট পাস হলেই আবেদন করতে পারবেন এছাড়াও লিফট চালানো এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।
১৬. কুক ‘A’:
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণী পাশ এবং রান্না বিষয়ে অভিজ্ঞতার সার্টিফিকেট থাকা লাগবে।
১০ নম্বর থেকে ১৬ নম্বর পদে আবেদনের জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
এবং এই পদগুলোর জন্য বেতন: ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
অফলাইন আবেদনের ফরম ও বিস্তারিত বিজ্ঞপ্তি লিঙ্ক: APPLICATION FORMAT.pdf
DETAILED ADVERTISEMENT.pdf Download

