Intelligence Bureau IB ACIO Recruitment 2025 – গোয়েন্দা দফতর চাকরি, আবেদন পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

IB ACIO Grade II Recruitment Notification 2025: গোয়েন্দা দফতরে চাকরি করার স্বপ্ন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ইন্টেলিজেন্স ব্যুরো (IB) থেকে, সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার (Assistant Central Intelligence Officer – ACIO) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারতের বাকি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও রয়েছে পরীক্ষা কেন্দ্র। মোট 3717 টি শূন্যপদে ACIO-II/Exe পদে নিয়োগ করা হচ্ছে। আজ থেকে (19/07/2025) অনলাইন আবেদন শুরু হয়েছে, দেখে নিন বিস্তারিত আজকের প্রতিবেদনে।

পদের নামঃ– IB ACIO-II/Exe।

শূন্যপদঃ– গোয়েন্দা দফতরে মোট 3,717 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে UR – 1,537 টি, EWS – 442 টি, OBC – 946 টি, SC – 566 টি ও ST – 226 টি, সর্বমোট – 3,717 টি শূন্যপদ।

বেতনঃ– IB ACIO-II/Exe পদে মাসিক বেতন রয়েছে, লেভেল 7 অনুযায়ী 44 হাজার 900 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 42 হাজার 400 টাকা পর্যন্ত। এর পাশাপাশি থাকবে অন্যান্য কেন্দ্রীয় ভাতা।

বয়সঃ– ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, IB ACIO পদে আবেদন করার জন্য কমপক্ষে 18 বছর ও সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসেব করা হবে – 10/08/2025 তারিখের নিরিখে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ– সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার (Assistant Central Intelligence Officer – ACIO) পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট ও কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থী বাছাইঃ– IB ACIO পদে কর্মী নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। যেখানে প্রথমে Tier-I exam অনুষ্ঠিত হবে 100 নাম্বারের (MCQ)। প্রশ্নপত্র হবে a. Current Affairs, b. General Studies, c. Numerical aptitude, d. Reasoning/logical aptitude এবং e. English। Tier-I পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। চারটি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার বাদ যাবে। এরপর যোগ্য প্রার্থীদের IB ACIO Tier-II পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেখানে 50 নাম্বারের বিবরণধর্মী (Descriptive) লিখিত পরীক্ষা দিতে হবে। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্র হবে – Essay (20 marks); English comprehension (10 marks) & Long answer type questions (2 questions of 10 marks each on Current Affairs, Economics, Socio-political issues etc. (20 marks)। এরপর সর্বশেষে Tier-III/Interview হবে 100 নাম্বারের। আরও বিশদে বিস্তারিত জানার জন্য IB এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

আবেদন পদ্ধতিঃ– IB ACIO-II/Exe পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য INTELLIGENCE BUREAU (MINISTRY OF HOME AFFAIRS) এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। আবেদন করা সময় পাসপোর্ট সাইজের কালার ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।

আবেদন ফিঃ– IB ACIO Application Fees – UR/OBC/EWS পুরুষ – 650 টাকা, SC/ST/মহিলা/ সংরক্ষিত প্রাক্তন সেনা 550 টাকা, চাকুরিরত এক্স-সার্ভিসম্যান (Group C) 650 টাকা।

আবেদনের শেষ তারিখঃ– IB ACIO-II/Exe পদে আবেদন চলবে 10/08/2025 তারিখ পর্যন্ত।

পরীক্ষা সেন্টারঃ– Asansol, Burdwan, Durgapur,Kalyani, Kolkata, Siligur।

IB ACIO Notification 2025 Download / IB ACIO Form 2025: Download

IB ACIO Online Apply Link / IB ACIO Link:- Apply Now

IB ACIO Website Link:- Click