রাজ্যে জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) কাজ শুরু হয়েছে। এই কাজের দায়িত্বে রয়েছেন সরকারি বিভিন্ন কর্মকর্তারা।বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশ ফর্ম বিলির কাজ করছেন বুথ লেভেল অফিসারেরা (BLO)।আজ বুধবার জলপাইগুড়ির মাল ব্লকে এক অঙ্গনওয়াড়ি কর্মী যিনি বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের দাবি, এসআইআর অমানুষিক চাপের শিকার হয়েই আত্মহত্যা করেছেন তিনি।
পুলিশ মৃতদেহটি বাড়ির উঠান থেকে উদ্ধার করেছে। আত্মঘাতী বিএলও কর্মীর নাম শান্তিমুনি এক্কা (৪৮)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার এলাকার পুরো এলাকায়।
ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স হ্যান্ডেলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন,
জলপাইগুড়ি -তে আবার এক বিএলও-কে হারালাম। চলমান SIR কাজের অসহনীয় চাপ তাঁর জীবন কেড়ে নিয়েছে।
তিনি আরও অভিযোগ করে লিখেন সেই টুইটের মধ্যে,
রাজ্যে এসআইআর শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে। মূল্যবান প্রাণ চলে যাচ্ছে ইলেকশন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে নয়তো অতিরিক্ত কাজের চাপের জন্য।
মমতা বলেন, আগে যে কাজ করতে তিন বছর সময় লাগত, এবার ইলেকশন কমিশন নির্বাচনের আগে মাত্র দুই মাসে তা শেষ করতে বলেছে। এতে মাঠপর্যায়ের কর্মীদের অর্থাৎ BLO ওপর অমানবিক চাপ সৃষ্টি হচ্ছে। ইলেকশন কমিশনকে এই কাজ বন্ধ করতে বলেন নয়তো এভাবে চলতে থাকলে আরও প্রাণহানি ঘটতে পারে বলে অভিযোগ মমতার।










