কিষান ক্রেডিট কার্ড কিভাবে বানাবেন দেখুন, ৩ লক্ষ টাকা লোন
কিষান ক্রেডিট কার্ড এর মাধ্যমে কৃষকেরা সকলেই লোন নিতে পারে। এই লোন দেওয়া হয় কৃষকদের চাষআবাদ এর যাতে সুবিধা হয়ে থাকে। কৃষকরা এই লোন স্বল্প সুদে নিতে পারেন। এরপর চাষআবাদ তুলে তা বিক্রি করে পরিশোধ করতে পারবেন। এখানে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কৃষকেরা।
নিজস্ব জমি কিংবা লিজ নেওয়া জমি কিংবা শেয়ারে চাষ করা জমি, সকল জমির ক্ষেত্রে কৃষকেরা এই লোন নিতে পারবেন।
কৃষকেরা দুইভাবে এই KCC Loan এর জন্য আবেদন করতে পারবেন। এক নিকটবর্তী ব্যাংকে গিয়ে আবেদন করতে পারবেন কিংবা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে গেলে CSC এর মাধ্যমে করতে হবে।
Kisan Credit Card Online Apply Bengali:-
১) প্রথমে কিষান ক্রেডিট কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর KCC Apply এ ক্লিক করুন।
৩) যে কৃষকের KCC Loan আবেদন করতে চান, তার আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) যদি কৃষক PM Kisan এ আবেদন করে থাকেন তাহলে সেই আইডি নাম মোবাইল নাম্বার, একাউন্ট নাম্বার চলে আসবে নয়তো তা বসিয়ে দিন।
৫) এরপর নিচে জমির পরিমান, মোবাইল নাম্বার, কত টাকা লোন দরকার তা উল্লেখ করে সাবমিট করতেই কাজ হয়ে যাবে।
কিষান ক্রেডিট কার্ড অনলাইন আবেদন লিংকঃ– Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপের যুক্ত হনঃ- লিংক