Kolkata Police Home Guard Recruitment 2025: রাজ্যে নতুন করে শতাধিক পদে কর্মী নিয়োগ হচ্ছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরও এক সুবর্ণ সুযোগ। নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশে হোমগার্ড পদে। এই মর্মে, সোমবার নবান্ন থেকে এ বিষয়ে একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে, নতুন অর্থবছরের শুরুতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
কতগুলো শূন্যপদে কলকাতা পুলিশ হোমগার্ড পদে কর্মী নিয়োগ করছে?
কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য। অর্থাৎ, ৪৫০ জন নতুন হোমগার্ড নিয়োগ করা হবে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে, সহজভাবে বললে নতুন ছেলে মেয়েদের জন্য থাকবে ৪৫০টি শূন্যপদ হোমগার্ডের। আর বাকি ৫০টি শূন্যপদ দেওয়া হবে যোগ্য সিভিক ভলান্টিয়ারদের। এই সিদ্ধান্তের ফলে রাজ্যজুড়ে কর্মরত সিভিকদের জন্য উন্নতির নতুন দুয়ার খুলে গেল।
কলকাতা পুলিশ হোমগার্ড পদে কিভাবে প্রার্থী বাছাই করা হবে?
লালবাজারের সূত্র অনুযায়ী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা হোমগার্ড নিয়োগের জন্য একটি বিশেষ এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপে প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ৬০ নম্বরের একটি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে সিভিক ভলান্টিয়ারদেরও একই পরীক্ষা দিতে হবে। পাশ নম্বর নির্ধারণের দায়িত্ব থাকবে এনরোলমেন্ট কমিটির উপর। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরা পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন করার পর কলকাতা পুলিশের হোমগার্ড হিসেবে নিয়োগ পাবেন।
শতাধিক পদে কলকাতা পুলিশ কেন হোমগার্ড নিয়োগ করছে?
বিগত পঞ্চায়েত নির্বাচনের পর হিংসার ঘটনা ঘটার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২৪ সালের জানুয়ারিতে কলকাতা পুলিশ রাতারাতি ভাঙড় এলাকা অধিগ্রহণ করে। এর ফলে কলকাতা পুলিশের আওতাধীন এলাকা ৩২৪ বর্গ কিলোমিটার থেকে দ্রুত বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ বর্গ কিলোমিটারে। চলতি বছরের শেষে নরেন্দ্রপুর থানার ভাঙনে কলকাতা পুলিশের আওতায় আরও দুটি নতুন থানা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখে, রাজ্য সরকার একসঙ্গে ৫০০ জন নতুন হোমগার্ড নিয়োগের অনুমোদন দিয়েছে লালবাজারকে।
কলকাতা পুলিশ হোমগার্ড পদে কিভাবে আবেদন করবেন?
নতুন করে ৫০০ টি শূন্যপদে কলকাতা পুলিশ হোমগার্ড নিয়োগ করতে চলেছে। কবে নিয়োগ হতে পারে এই হোমগার্ড পদে? সবকিছু ঠিকঠাক থাকলে নতুন অর্থবছরের শুরুতেই হোমগার্ড পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আর সবকিছু দেখভাল করবে গঠন হওয়া এনরোলমেন্ট কমিটি। প্রাথমিক ভাবে প্রার্থী বাছাইয়ের পর ৬০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে। এরপর সফল প্রার্থীদের প্রশিক্ষণ শেষ করে হোমগার্ড পদে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে যোগ্যতা ইত্যাদি বিস্তারিত আপডেট সবার আগে পেতে ও নতুন নতুন চাকরির আপডেট পেতে Md 360 News অনলাইন পোর্টালে সদা সর্বদা ভিজিট করুন। এছাড়াও কলকাতা পুলিশের অফিসিয়াল পোর্টাল ফলো করুন।
Kolkata Police Website Link:- Click