লক্ষ্মীর ভান্ডার এবার প্রতি মাসে 1000 ও 1200 টাকা!এই ফর্ম জমা করুন,দেখুন বিস্তারিত

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা কিংবা 1200 টাকার সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদন করার শর্ত হলো অবশ্যই মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি 25 থেকে 60 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। এছাড়াও যারা সরকারি চাকরি করে না কিংবা সরকারি পেনশন পাচ্ছেন না, সেই সকল মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে হয় অফলাইনে আবেদন এর মাধ্যমে। এরজন্য নিকটবর্তী দুয়ারে সরকার শিবির থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন। এরপর তা সঠিকভাবে ফিলাপ করুন, সাথে উপযুক্ত সমস্ত ডকুমেন্টস একসঙ্গে করে সেই(দুয়ারে সরকার) শিবিরের মধ্যেই জমা করুন। এরপর অনলাইন থেকেও আপনি আপনার আবেদন এর Status Check করতে পারবেন।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে,যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের কি আলাদা করে ফর্ম জমা করতে হবে? টাকা বেশি পেতে গেলে! একদমই নয়,যে সকল মহিলা প্রার্থী ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 500 টাকা বা 1000 টাকা পাচ্ছে, তাদের ব্যাঙ্কে এপ্রিল মাস থেকে 500 এর বদলে 1000 টাকা এবং 1000 এর বদলে 1200 টাকা আসতে চলেছে।

Website Link:- Click 

Related News