“জীবন ঝুঁকিতে”— SIR থামাতে জরুরি চিঠি নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী মমতার

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজ্যে ক্রমশই বাড়ছে উত্তেজনা। বাড়ি–বাড়ি যাচাই, নথি সংগ্রহ, অনলাইন ডেটা আপলোড সব মিলিয়ে বুধ লেভেল অফিসারদের (BLO) উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই SIR প্রক্রিয়া বন্ধ করতে মূখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

চিঠিতে মূখ্যমন্ত্রী মমতা বলেন, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই BLO দের মাঠে নামানো হয়েছে। অনেকেই ফর্ম ফিলাপের ধরন বা এস‌আইআর সম্পর্কে সম্পূর্ণ ধারণা না পেয়ে অনেক ভুল করছেন। এর ফলে কাজ দ্রুত এগোচ্ছে না, বরং বাড়ছে উৎকন্ঠা।


শুধু তাই নয়, তিনি BLO দের এই কাজের জন্য প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি বিএলওদের উপর অমানুষিক কাজের চাপ, অসম্ভব টাইমলাইন এবং ডেটা এন্ট্রির দায়িত্ব নিয়েও আওয়াজ তোলেন।

এদিকে SIR এর সময় যখন গ্রামাঞ্চলে ধান কাটা ও আলু রোপণের সেজন চলছে তখন কৃষকেরা ব্যস্ত জমির কাজে, এই সময়ে কৃষকদের নথি জোগাড় করতে বলা আরও সমস্যার তৈরি করছে বলে চিঠিতে উল্লেখ করেন। এবং অফলাইন ও অনলাইন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পাশাপাশি এই চিঠিতে উল্লেখ করেন, জলপাইগুড়ির মাল ব্লকে এক BLO আত্মহ্যার কথা । এছাড়াও কাজের চাপ সামলাতে না পেরে রাজ্যের একাধিক BLO অসুস্থ হয়ে পড়েছেন সেইসব কথাও। মূখ্যমন্ত্রীর বক্তব্য, এই পরিস্থিতি যদি চলতে থাকে, আরও প্রাণহানি ঘটতে পারে‌। এইজন্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে মমতার অনুরোধ, অবিলম্বে যেন এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হয়।

Related News