প্রকল্প

মূখ্যমন্ত্রী মমতা দিচ্ছে মহিলাদের ৫০০ টাকা ও ১০০০ টাকা প্রত্যেক মাসে ফ্রিতে, সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা ফর্ম ডাউনলোড

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ভোটের আগে তৃণমূলের ইস্তেহার ২০২১ পত্রে নতুন নতুন প্রকল্পের চমক ছিলো।ঠিক তেমনি ভোটের প্রচারে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভায় মহিলাদের উদ্দেশ্যে ৫০০ ও ১০০০ টাকার প্রকল্পের কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলো তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সরকারে আসলে আরও নতুন কিছু প্রকল্পের সুবিধা দেওয়া হবে রাজ্য বাসিকে।তার মধ্যে অন্যতম রয়েছে, রাজ্যের মহিলাদের জন্য ৫০০ টাকা ও ১০০০ টাকা করে প্রতি মাসে মাসে।মহিলাদের হাত খরচের টাকা এককথায়।
আজকে আমরা দেখে নিচ্ছি এই প্রকল্প নিয়ে অর্থাৎ এই প্রকল্পের নাম সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা।সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা প্রকল্পে কোন কোন মহিলাদের সুবিধা দেওয়া হবে। সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা প্রকল্প নিয়ে নিম্নে কিছু আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১)সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা কারা পাবে?
উঃ- এই প্রকল্পের লাভ পাবে শুধুমাত্র রাজ্যের মহিলারা।
২)মুখ্যমন্ত্রী মমতার এই প্রকল্পে লাভ কবে পাওয়া যাবে?
উঃ- সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনার লাভ পাওয়া যাবে জুন মাস থেকে।কেননা মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছেন যে,জুন মাস থেকে এই প্রকল্প চালু হয়ে যাবে রাজ্যে।
৩) সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনায় কত টাকা করে দেওয়া হবে?
উঃ- সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনায় ৫০০ টাকা ও ১০০০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ SC/ST/OBC মহিলারা পাবেন ১০০০ টাকা করে ও General মহিলারা পাবেন- ৫০০ টাকা করে।

৪)৫০০ টাকা ও ১০০০ টাকা কিভাবে দেওয়া হবে?
উঃ- ৫০০ টাকা ও ১০০০ টাকা প্রতি মাসে মাসে দেওয়া হবে।এখানে General Category পাবেন ৬০০০ টাকা বছরে আর SC/ST/OBC পরিবারের মহিলারা পাবেন বছরে ১২ হাজার টাকা করে।
৫)সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা প্রকল্পের টাকা কিভাবে পাঠানো হবে?
উঃ- এই প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।কোনোরকম হাতে বা চেকের মাধ্যমে নয়।
৬) আবেদন পদ্ধতি কিরকম?
উঃ- আবেদন অনলাইনেও হতে পারে বা অফলাইনে ফর্মের মাধ্যমেও হতে পারে।এখনো জানানো হয়নি,জুন মাসে সমস্ত তথ্য জানা যাবে।
৭)এই প্রকল্পে পরিবারের কোন মহিলারা আবেদন করতে পারবেন?
উঃ- এখানে পরিবারের গৃহকর্ত্রী আবেদন করতে পারবেন শুধু।
৮)আবেদন কবে শুরু হবে?
উঃ- জুন মাসে হতে পারে।
৯)আবেদনকারীর নিজস্ব অ্যাকাউন্ট লাগবে কি?
উঃ- হ্যাঁ,আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে।
১০)আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বার না থাকলে আবেদন করতে পারবেন?
উঃ- আবেদনকারীর অ্যাকাউন্ট না থাকলে আবেদন করতে পারবেন না,কেননা টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে,তাই অ্যাকাউন্ট নাম্বার লাগবে।

১১)একজন পরিবারে কতজন আবেদন করতে পারবেন?
উঃ- শুধুমাত্র গৃহকর্ত্রী আবেদন করতে পারবেন।
১২) সামাজিক ন্যায় ও সুরক্ষা যোজনা প্রকল্পের ফর্ম কোথায় পাবো?
উঃ- ফর্ম এখনো প্রকাশিত হয়নি।প্রকাশিত হলে আমরা আমাদের Md 360 News ওয়েবসাইটে প্রকাশিত করে দিবো পরবর্তীতে।
১৩)আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
উঃ- ক) আধার কার্ড, খ) ভোটার কার্ড, গ) অ্যাকাউন্ট নাম্বার, ঘ) কালার ফটো, ঙ) ইনকাম সার্টিফিকেট, চ) জাতিগত শংসাপত্র ইত্যাদি লাগতে পারে।
১৪) এই প্রকল্পে কি প্রতিবছর আবেদন করতে হবে?
উঃ- না,একবার নাম নথিভুক্ত হলে আর আবেদন করতে হবে না,প্রতি মাসে মাসে তখন টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে।
১৫) আবেদন অফলাইনে হলে ফর্ম কোথায় পাওয়া যাবে?
উঃ- নিকটবর্তী BDO Office কিংবা SDO Office অথবা KMC তে।

Related Articles

Back to top button