কলকাতা হাইকোর্ট ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের বয়সসীমা ছাড়ের আবেদন খারিজ করল। ২০২৫ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ বয়সসীমা পেরোলেই আর অংশ নিতে পারবে না কোন টেট উত্তীর্ণ প্রার্থী এমনটাই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
এতিমধ্যে ২০২২ সালে টেট পাশ করে বহু পরীক্ষার্থী বসে আছে বয়সও পেরিয়েছে অনেকেরই নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় জন্য। এবার তাদের জন্য দুঃখের খবর, যে সব টেট উত্তীর্ণ পার্থীর বয়স ৪০ পেরিয়ে যাবে তাঁরা নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
আদলতে ২০২২ সালের প্রার্থীরা দাবি করেন, এর আগেও আদালত একটি মামলায় ২০১৭ সালের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দিয়েছিলো। কিন্তু আমাদের কেন দেওয়া হচ্ছে না। তাদের ভাষ্যমতে, এসএসসি ২০২২ সালে নিয়োগ শুরু করতে পারছিল না মামলা চলার কারণে। ফলে, অনেক যোগ্য প্রার্থী ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত সর্বোচ্চ বয়স ৪০ বছর অতিক্রম করে ফেলেছেন।
যদিও তাদের জবাবে বোর্ড পক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের রুল চ্যালেঞ্জ করা হয়নি। আর ওই রুলসে কোনভাবে পড়া যাবে না। এছাড়াও বিচারপতি বসু বলেন, আগের পরিস্থিতি এখনকার মতো নয়।
প্রসঙ্গত, হাইকোর্টে প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুবিধা নিয়ে একটা মামলা দায়ের করে ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাদের দাবি, ২০১৬ সালের পরীক্ষার্থীদের মতো তাঁদেরও বয়স ও অভিজ্ঞতায় ছাড় দেওয়া উচিত।এই বয়স ছাড়ের সুযোগ দেওয়ার আবেদনটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।











