পশ্চিমবঙ্গে ঘরের নতুন লিস্ট ডাউনলোড করুন মোবাইলে 2023
রাজ্য সরকার ও কেন্দ্র সরকার সাধারণ নিম্নবিত্ত পরিবারের লোকদের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করেছেন। তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো Awas Yojana। দেশের তথা রাজ্যের যে সমস্ত পরিবারের পাকা বাড়ি নেই কিংবা যাদের মাথার উপর ছাঁদ নেই তাদের জন্য আবাস প্লাস যোজনা চালু করেন।এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে(Bank Account) সরাসরি বাড়ি বানানোর অর্থ পেয়ে থাকেন।
আবাস প্লাস যোজনার আওতায় বাড়ি বানানোর জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি অ্যাকাউন্টে আসে ৬০ হাজার টাকা দ্বিতীয় কিস্তি আসে ৫০ হাজার টাকা ও তৃতীয় কিস্তি আসে ১০ হাজার টাকা। মোট এই তিনটি কিস্তিতে উপভোক্তার নিজস্ব অ্যাকাউন্টে বরাদ্দ অর্থ পৌঁছে যায়।
আবাস প্লাস যোজনার আওতায় বাড়ি বানানোর জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি অ্যাকাউন্টে আসে ৬০ হাজার টাকা দ্বিতীয় কিস্তি আসে ৫০ হাজার টাকা ও তৃতীয় কিস্তি আসে ১০ হাজার টাকা। মোট এই তিনটি কিস্তিতে উপভোক্তার নিজস্ব অ্যাকাউন্টে বরাদ্দ অর্থ পৌঁছে যায়।
যদি আপনি BPL পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, আপনার পরিবারের কেউ সরকারি চাকরি না করে থাকে কিংবা আপনার নিজস্ব কোনো পাকা বাড়ি নেই বা কাঁচা বাড়িতে বসবাস করছেন, তাহলে পাকা বাড়ি বানানোর জন্য সরকারের কাছ থেকে এই প্রকল্পের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়ে যাবেন। আর যারা পাহাড় এলাকায় বসবাস করে,তাদের জন্য বরাদ্দ ১ লক্ষ ৩০ হাজার টাকা।
আবাস যোজনাতে আবেদন করার জন্য নিকটবর্তী BDO Office কিংবা SDO Office অথবা নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। সেখানে আপনি আবাস যোজনাতে আবেদন করার জন্য ফর্ম পেয়ে যাবেন, সেই ফরম ফিলাপ করে উপযুক্ত ডকুমেন্টস সহকারে জমা করলে আপনার আবেদন খতিয়ে দেখে, আপনি এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন।
আবাস প্লাস যোজনা নতুন লিস্ট ডাউনলোডঃ-
১) প্রথমে আপনাকে Awas Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হলো।
২) এরপর Awaassoft এ ক্লিক করে Report এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Beneficiary details for verification এ ক্লিক করে এগিয়ে যান।
৪) পরবর্তী ধাপে নতুন Window খুলবে সেখানে রাজ্যের নাম,জেলার নাম,ব্লকের নাম,গ্রাম পঞ্চায়েত নাম ও কোন সালের লিস্ট চেক করতে চান উল্লেখ করে সাবমিট করুন।
৫) এরপর আপনার সামনে নতুন লিস্ট চলে আসবে, সেখানে দেখে নিন আপনার গ্রাম পঞ্চায়েতে ঘরের লিস্টে কার কার নাম আসলো।
Awas Yojana New List West Bengal:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক