PM Kisan নতুন আপডেট, eKYC Update PM Kisan – না করলে টাকা পাবেন না?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষকদের জন্য কেন্দ্র সরকার চালু করেছেন। যেখানে ২ হাজার টাকা করে ৩ কিস্তিতে কৃষকদের একাউন্টে সরাসরি ৬ হাজার টাকা করে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদনের শর্তঃ–
১) কৃষকদের নামে জমি থাকতে হবে।
২) একাউন্ট নাম্বার থাকতে হবে।
৩) আধার কার্ড লাগবে।
৪) রেশন কার্ড লাগবে।
৫) ভোটার কার্ড লাগবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন পদ্ধতিঃ-
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করতে হবয় অনলাইনে। আপনি মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এরজন্য প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
১) PM Kisan Samman Nidhi Yojana ওয়েবসাইটে আসুন। লিংক নিচে দেওয়া হলো….
২) এরপর New Famer Registration এ ক্লিক করুন।
৩) এরপর আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
৪) পরবর্তী পেজে আপনাকে আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে,নাম, বাবার নাম,ঠিকানা,জমির পরিমান ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করতেই আপনার আবেদন হয়ে যাবে।
PM Kisan Status Check:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। এরজন্য Status Of Self এ ক্লিক করে আবেদনের Status Check করুন।লিংকঃ- Click
PM Kisan eKYC Update:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নতুন আপডেট আসলো eKYC ,আপনি যদি PM Kisan এ আবেদন করে থাকেন, তাহলে আপনাকে PM Kisan eKYC Update করতে হবে।আবেদন পদ্ধতিঃ-
১) PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
২) এরপর Farmer Corner অপশনে eKYC অপশনে ক্লিক করুন।
৩) এরপর আপনাকে আপনার আধার কার্ড নাম্বার ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সার্চ করুন।
৪) এরপর আপনার মোবাইল নাম্বার দিন ও OTP বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৫) আপনার eKYC Update Successful হয়ে যাবে।
PM Kisan eKYC Update Link:- Click