প্রকল্প

ই-শ্রম কার্ড নতুন আপডেট ২ লক্ষ টাকা দিচ্ছে E-Kyc Update

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

অসংগতি শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার ই-শ্রম কার্ড পোর্টাল চালু করেছেন। E Shram Portal থেকে E Shram Card Registration করলে এককালীন বীমা বাবদ ২ লক্ষ টাকা ও ১ লক্ষ টাকা পাবেন। শুধু তাই নয় ই শ্রম কার্ড থাকলে বিভিন্ন প্রকল্পেরও সুবিধা পাবেন। ইতিমধ্যেই ভারতের অসংখ্য অসংগতি শ্রমিকরা এই পোর্টালে নাম রেজিষ্ট্রেশন করে কার্ড তৈরি করে নিচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ই-শ্রম কার্ড অনলাইনে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। আপনি যদি ই-শ্রম কার্ড তৈরি করে থাকেন তাহলে আপনার জন্য এই আপডেটটি। ইতিমধ্যেই E Shram Portal এ E-Kyc নামে একটি অপশন Add হয়েছে।

এখন প্রশ্ন হলো আপনি কিভাবে ই-শ্রম কার্ডটিকে আপডেট করবেন। E-Shram Card E-YC কেন করতে হবে।
১) আপনি যদি আপনার আধার কার্ডের নাম,ঠিকানা পরিবর্তন করে থাকেন।
২) আপনি যদি আধার কার্ডের জন্ম তারিখ, বাবার নাম আপডেট করে থাকেন।
৩) আপনি যদি আধার কার্ডের ফটো পরিবর্তন করে থাকেন। এককথায় আপনি আধার কার্ড আপডেট করলে আপনাকে e-Kyc করতে হবে।পাশাপাশি না করলেও আপনাকে e-Kyc করতে হবে।

আপনি কিভাবে e Shram Card E Kyc করবেন দেখুনঃ-
১) প্রথমে আপনাকে e Shram card এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে…


২) এরপর Register On E Shram এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে মেনু বারে ক্লিক করে Already Registered এ ক্লিক করুন।
৪) এরপর সাব মেনু তে e Shram card E-Kyc Option দেখতে পারবেন সেখানে ক্লিক করুন।
৫) এরপর একটি মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Send OTP তে ক্লিক করে OTP বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৬) এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও কিভাবে e-KYC করবেন সেই ঘর সিলেক্ট করুন, Fingerprint নাকি Iris নাকি মোবাইল নাম্বার ওটিপি দিয়ে এরপর সাবমিট করতেই পরবর্তী পেজ আসবে,এরপর সেখানে Update E-Kyc Information এ ক্লিক করে e-KYC করে নিন।

E Shram Card Official Website Link:- ক্লিক

E Shram Card E-Kyc Link:- ক্লিক

Related Articles

Back to top button