প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন পরিবর্তন দেখুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছেন। যার মাধ্যমে দেশের সমস্ত কৃষক এই প্রকল্পের মাধ্যমে ৬ হাজার টাকা করে বছরে ৩টি কিস্তিতে পেয়ে থাকেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আবেদন পদ্ধতি কিছুটা পরিবর্তন হয়েছে, দেখে নিচ্ছি নতুন পদ্ধতিতে কিভাবে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করতে গেলে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ২ হাজার করে ৩ মাস পর পর সরাসরি একাউন্টে পাঠানো হয়। এরজন্য অবশ্যই কৃষককে তার ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধার কার্ড লিংক করতে হবে। আধার কার্ড একাউন্ট নাম্বার এ লিংক না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে এই নতুন আপডেটে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প অনলাইন আবেদন/ PM Kisan Samman Nidhi Yojana Online Apply West Bengal :–
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর New Farmer Registration এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনি গ্রামীন নাকি শহরে থাকেন তা সিলেক্ট করুন ও নিচে আধার কার্ড ও মোবাইল নাম্বার, রাজ্যের নাম বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে, যেখানে ৭০% এ ফর্ম ফিলাপ এ থাকবে আধার কার্ড অনুযায়ী।
৫) আপনাকে আপনার ঠিকানা, রেশন কার্ড নাম্বার, জমির তথ্য, খতিয়ান ও আধার কার্ড আপলোড করে সাবমিট করলেই হয়ে যাবে।
৬) এখানে কোনো ভাবেই একাউন্ট নাম্বার আপলোড ও লেখার অপশন পাবেন না, কেননা এখন টাকা আধার কার্ড এর মাধ্যমেই চলে আসবে। তাই আধার কার্ডে একাউন্ট নাম্বার লিংক রাখতে হবে।
PM Kisan Samman Nidhi Yojana Website Link:-
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক