PM Kisan New প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অনলাইন আবেদন
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন শুরু হলো।আপনি যদি এখনো PM Kisan এ আবেদন না করে থাকেন তাহলে খুব সহজেই PM Kisan এ আবেদন করতে পারবেন।
PM Kisan Samman Nidhi কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে প্রতি বছরে ৬ হাজার টাকা করে ৩ কিস্তিতে পাওয়া যায় সরাসরি একাউন্টে। PM Kisan এ আবেদন করতে গেলে আপনার
১) আধার কার্ড থাকতে হবে,
২) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে ও
৩) আপনার নামে কৃষি জমি থাকতে হবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় অনলাইনে আবেদন (PM Kisan Samman Nidhi Online Apply) করার জন্য নিচের ধাপ গুলো ফলো করুন…
1) PM Kisan Samman Nidhi এর ওয়েবসাইটে আসুন।
ওয়েবসাইট লিংকঃ-
2) New Farmer Registration এ ক্লিক করুন।
Link:-
3) এরপর আপনি গ্রামে থাকেন নাকি শহরে সেটি সিলেক্ট করুন।
4) এবার আপনি কৃষকের আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে, নিচে রাজ্যের নাম সিলেক্ট করে তারপর ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে এগিয়ে যান।
5) পরবর্তী পেজে আপনি কৃষকের জায়গার বিবরণ দিন।
6) এরপর নিচে কৃষকের নাম, বাবার নাম,মোবাইল নাম্বার জন্ম তারিখ ও জমির পরিমান বসিয়ে দিয়ে সাবমিট করুন।
7) এখন আপনার নাম PM Kisan এ রেজিস্ট্রেশন হয়েছে। এরপর রিসিভ কপি ও আধার কার্ড, একাউন্ট নাম্বার ও জমির খতিয়ান জেরক্স করে নিকটবর্তী কৃষি অফিসে জমা করতে হবে।
PM Kisan Samman Nidhi Status Check Link:-
PM Kisan Samman Nidhi Payment Check Link:-
Pm Kisan Samman Nidhi Online Apply Video Link:-