প্রকল্প

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা না পেলে দেখুন PM Kisan Samman Nidhi Yojana Payment Not Receive

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা(PM Kisan Samman Nidhi Yojana) এটি কৃষকদের একটি প্রকল্প।প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা থেকে কৃষকেরা 6 হাজার টাকা করে প্রতি বছর পেয়ে থাকে।প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হয় তিন কিস্তির মাধ্যমে অর্থাৎ চার মাস পর পর।এই প্রকল্পে একবার আবেদন করলে কৃষকেরা সারাজীবন টাকা পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করার শর্ত, কৃষকের নিজ নামে জমি থাকতে হবে।তবেই সেই কৃষক PM Kisan Samman Nidhi Yojana তে অনলাইনে আবেদন করতে পারবেন। PM Kisan Samman Nidhi Yojana Online Apply কৃষকেরা নিজস্ব মোবাইল থেকেই করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করলে 2 হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে যদি আপনি আবেদন করে থাকেন কিন্তু এখনো টাকা না পেয়ে থাকেন। তাহলে কিভাবে আপনি কমপ্লেন করবেন। যদি আপনার আবেদন এপ্রুভ হয় কিন্তু টাকা একাউন্টে না এসে থাকে তাহলে চিন্তার কিছু নেই।আজকের প্রতিবেদনটি দেখে নিলেই আপনিও সেই টাকা পেয়ে যাবেন।আপনি আবেদন করার সময় যে একাউন্ট নাম্বার দিয়েছেন, সেই একাউন্ট নাম্বার IFSC Code ও পরিবর্তন করতে পারবেন।এরজন্য প্রথমে আপনাকেঃ-

PM Kisan Samman Nidhi Yojana Name List Check:-
১)PM Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) টাকা পাবেন কিনা কিংবা নতুন আবেদন করেছেন লিস্টে নাম রয়েছে কিনা।এরজন্য ওয়েবসাইটে আসার পর Beneficiary Status এ ক্লিক করতে হবে।
৩) এরপর State, District, Sub-District,Block & Village এর নাম সিলেক্ট করার পর Get Report এ ক্লিক করলেই লিস্ট চলে আসবে।সেখানে যাদের যাদের নাম থাকবে তারা টাকা পেয়ে যাবে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি নামের লিস্ট দেখুন 

PM Kisan Samman Nidhi Yojana Application Edit & Payment Not Receive Complaint:-
1) প্রথমে PM Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর ওয়েবাসইটের নিচে রয়েছে Help Desk, সেখানে ক্লিক করতে হবে।
3) পরবর্তী পেজে 2টি অপশন দেখা যাবে Register Query & Know The Query Status।
4) আপনাকে Register Query অপশন সিলেক্ট করতে হবে।
5) এরপর Aadhar Card / Account Number / Mobile Number যে কোনো একটি ঘর সিলেক্ট করে। সেই নাম্বার টি নিচে বসিয়ে Get Details এ ক্লিক করতে হবে।

6) এরপর নিচে সমস্ত কিছু চলে আসবে। নিচে আর ১ টি অপশন আছে Grievance Type সেখানে ক্লিক করতে হবে।
7) এরপর আপনার একাউন্টে টাকা আসেনি নাকি একাউন্ট নাম্বার ভুল আছে।নাকি অন্য কোনো সমস্যা সেটি সেখান থেকে সিলেক্ট করতে হবে।
8) এরপর কি কি সমস্যা নিচে বক্সে লিখে দিতে হবে ও সাবমিট করতে হবে।তাহলে কমপ্লেন জানানো হয়ে গেলো।
9) এরপর উপরে Query Status এ ক্লিক করে Status Check করুন অফিস থেকে কি বললো কবে টাকা আসবে।

PM Kisan Samman Nidhi Yojana Official Website Link:

Related Articles

Back to top button