শুরু হতে চলেছে জনগণনা, কে কী খায়, বাড়িতে গ্যাস আছে কি না সব জানাতে হবে! কোন ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে জেনে নিন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

শুরু হতে চলেছে দেশজোড়া জনগণনা।  ঘরের মধ্যে সবকিছুরই খোঁজ নেবে সরকার।  আপনার পরিবারে কে কী খায়, কে কী করে, বাড়িতে গ্যাসে রান্না করে কি না, খাবার জলের উৎস কী, এমনকি যোগাযোগের জন্য মোবাইল নম্বরও জানতে চাইবেন এবার জনগণনার কর্মীরা।  ২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া ইতিমধ্যেই ৩৩টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে।  এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে প্রতিটি পরিবারকেই, এছাড়াও এবার জনগণনা হবে দুটি ধাপে এর প্রস্তুতিপর্ব শুরু হবে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।  প্রথম ধাপে বাড়ির তালিকা গণনা করা হবে, যা ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পন্ন হবে।  এবং দ্বিতীয় ধাপে গণনা করা হবে বাড়ির জনসংখ্যা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৭ সালের এপ্রিল মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করবেন –

২০২৭ জনগণনায় আপনাকে যে ৩৩টি প্রশ্ন করবে

১. আপনার বাড়ির নম্বর কী
২. সেনসাস হাউস নম্বর কত
৩. বাড়ির মেঝে কি দিয়ে তৈরি পাকা না কাঁচা
৪. বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি
৫. বাড়ির ছাদ কী দিয়ে তৈরি
৬. আপনার বাড়ি কী কাজে ব্যবহার করা হয়। যেমন এই বাড়ি থাকার জন্য নাকি দোকানের ব্যবহারের নাকি ভিন্ন কাজে
৭. বাড়ির বর্তমান অবস্থা কেমন?
৮. পরিবার নম্বর কত?
৯. আপনার পরিবারে মোট কতজন আছেন?
১০. পরিবারের কর্তার নাম কি?
১১. পরিবারের কর্তার লিঙ্গ কী?


১২. পরিবারের কর্তা SC,SC ও OBC নাকি অন্যান্য?
১৩. আপনি যে বাড়িতে রয়েছেন বাড়িটি কি নিজের, না ভাড়া?
১৪. আপনার পরিবারের মোট কতটি বসবাসযোগ্য ঘর আছে?
১৫. আপনার পরিবারে কজন বিবাহিত দম্পতি থাকেন?
১৬. বাড়িতে খাবার জলের প্রধান উৎস কী?
১৭. খাবার জল কিভাবে আসে?
১৮. আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কি না?
১৮. আপনার বাড়িতে শৌচাগার আছে কি না?
২০. থাকলে শৌচাগারটির কি ধরনের?
২১. নোংরা জল বেরোনোর জল নিকাশি ব্যবস্থা আছে কি না?
২২. আপনার বাড়িতে স্নান করার আলাদা জায়গা আছে কি না?
২৩. রান্নাঘরে এলপিজি/পিএনজি গ্যাস রয়েছে আছে কি না?
২৪. আপনার বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কী ব্যবহার করা হয়
২৫. আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কি না?


২৬. ঘরে টিভি আছে কি না?
২৭. ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কি না?
২৮. বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না?
২৯. ফোন, মোবাইল বা স্মার্টফোন আছে কি না?
৩০. বাড়িতে চলাচলের জন্য সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড আছে কি না?
৩১. গাড়ি, জিপ বা চার চাকা বিশিষ্ট যানবাহন আছে কি না?
৩২. আপনার পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসেবে খাওয়া হয়?
৩৩. জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর কী?

উল্লেখযোগ্যভাবে, এবারই প্রথম সারা দেশে পুরো জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। তথ্য সংগ্রহ করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে তথ্য নেওয়া হবে দ্রুত, সঠিক ও সহজে, পাশাপাশি কাগজপত্রের ব্যবহারও কমবে বলে জানা গেছে।

Notification Download Link: Download Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।