জনগণের মোবাইলে জোর করে চাপিয়ে দিচ্ছে ‘সঞ্চার সাথী’ অ্যাপ! জানুন এই অ্যাপসের বিশেষত্ব

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ফোন চুরি হওয়া নকল, বদলে দেওয়া IMEI নম্বর শনাক্ত করা বা হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। এবার থেকে সাইবার নিরাপত্তা জোর দিচ্ছে —কেন্দ্রের নতুন ‘সঞ্চার সাথী’ অ্যাপ‌ এমন‌ই তথ্য জানান টেলিকম মন্ত্রক।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

টেলিকম মন্ত্রক জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে বাজারে আসা সব নতুন স্মার্টফোনে আগে থেকেই ইনস্টল থাকবে এই অ্যাপ। ব্যবহারকারী চাইলে এটি ডিলিট বা বন্ধ (OFF) করতে পারবে না।

কেন্দ্রের এই অ্যাপ ঘিরে চলছে বিতর্ক। ত
বিরোধীরা বলছেন, সাইবার নিরাপত্তার কথা বলে সাধারণ মানুষের মোবাইলে নজরদারি চালানোর চেষ্টা করতে এই অ্যাপ।
যদিও সরকার দাবি করেছে, ‘সঞ্চার সাথী’ অ্যাপ চুরি যাওয়া ফোন খুঁজে বের করা, নকল মোবাইল শনাক্ত করা এবং সাইবার প্রতারণা রোধে সাহায্য করবে। ইতিমধ্যে ৭ লক্ষের বেশি চুরি যাওয়া ফোন এই ব্যবস্থার মাধ্যমে উদ্ধার হয়েছে বলে দাবি করেন।

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, নতুন ‘সঞ্চার সাথী’ অ্যাপ নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করছে। ফোনে আগে থেকে ইনস্টল করা সরকারি অ্যাপ আসলেই রাষ্ট্রের নজরদারি চালানোর হাতিয়ার।প্রতিটি নাগরিকের গতিবিধির উপরেই নজরদারি চালাতেই তৈরি করেছে। ব্যবহারকারী এটি ডিলেট করতে পারবে না।

টেলিকম মন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এই অ্যাপ‌ পুরনো ফোনেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে অটোমেটিক মোবাইলে ঢোকানোর নির্দেশ দেয় প্রস্তুতকারী সংস্থাগুলিকে। এছাড়া এও বলেন তাদের নির্দেশিকা জারির ১২০ দিনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকে।
এরিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মোবাইল ব্যবহারকারী তাদের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে।