গ্রুপ ডি ও গ্রুপ সি পদে চাকরি মাধ্যমিক পাশে কিংবা অষ্টম শ্রেণি পাশে, আবেদন পদ্ধতি!
রাজ্যে Serampore College এ Group D & Group C পদে কর্মী নিয়োগ এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গে যেকোনো জায়গার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় যোগ্য প্রার্থী এখানে আবেদন এর যোগ্য। আবেদন পদ্ধতি, বয়স, যোগ্যতা, বেতন ইত্যাদি নিম্নে আলোচনা করা হলো।
পদের নামঃ- Clerk পদে নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতাঃ– ক্লার্ক পদে কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে।
বয়সঃ– 05/11/2023 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
পদের নামঃ– Peon
যোগ্যতাঃ– বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ থাকলে পিওন পদে আবেদন করতে পারবেন।
বয়সঃ– পিওন পদের ক্ষেত্রেও 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
পদের নামঃ-এছাড়াও বেশ কিছু ডিপার্টমেন্টে Laboratory Attendant পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতাঃ– পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে।
বয়সঃ– আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এখানেও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শূন্যপদঃ– Clerk, Peon ও Laboratory Attendant পদে মোট 13 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
আবেদন পদ্ধতিঃ– যে সমস্ত প্রার্থীরা Clerk, Peon ও Laboratory Attendant পদে আবেদন করতে ইচ্ছুক। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে,তা ফিলাপ করে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় হাতে কিংবা Speed Post এর মাধ্যমে, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে কিংবা জমা করতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– Serampore College, 09, William Carey Road, Serampore, Hooghly, West Bengal, 712201
আবেদনের শেষ তারিখঃ– 23/11/2023
Website Link:– Click
Recruitment Notification :- Download
Application From:- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক