SSC CHSL 2025: SSC নতুন সিদ্ধান্ত এখন থেকে পরীক্ষার্থীরা নিজেরাই বেছে নিতে পারবেন পরীক্ষা সেন্টার,তারিখ ও শিফট জানুন বিস্তারিত!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এসএসসি এবার পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে বড় সুখবর। এবার থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) পরীক্ষা ২০২৫-এ প্রথমবারের মতো পরীক্ষার্থীরাই ঠিক করতে করবেন কোন শহরে, কোন তারিখে, কোন শিফটে তারা পরীক্ষা দেবেন!

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিয়ার–১ পরীক্ষা শুরু হবে ১২ নভেম্বর ২০২৫ থেকে। পরীক্ষার্থীরা ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে SSC পোর্টাল থেকে নিজেদের পছন্দের শহর, তারিখ ও শিফট নির্বাচন করতে পারবেন।

যে তিনটি শহরের নাম ফর্ম পূরণের সময় আবেদন ফর্মে দেওয়া হয়েছিল, সেই তিন শহরের মধ্যেই থাকবে বেছে নেওয়ার সুযোগ। লগইন করার পর পোর্টালে দেখা যাবে কোন শহরে কোন তারিখ ও শিফটে স্লট খালি আছে। পরীক্ষার্থীরা তাদের সুবিধামতো স্লট বেছে নিতে পারবেন।

তবে যারা আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিবে, তাদের জন্য বেছে নেওয়ার সুযোগ কিছুটা কম থাকবে। আবার, তিনটি নির্বাচিত শহরের সব স্লট পূর্ণ হলে‌ SSC অতিরিক্ত শহরের তালিকা দেবে, যেখান থেকে একটি শহর বেছে নেওয়া যাবে। তবে তারিখ ও শিফট নির্ধারণ করবে কমিশন। একবার শহর, তারিখ ও শিফট বেছে নেওয়ার পর তা আর পরিবর্তনের সুযোগ থাকবে না।

প্রসঙ্গত কমিশন জানায় , যেসব পরীক্ষার্থীরা ২২ থেকে ২৮ অক্টোবরের মধ্যে কোনো অপশন বেছে নিবে না তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।