Bengal Budget 2025 : আজ বিধানসভায় পেশ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররের শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট উপস্থাপন করে জানালেন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চা শিল্পে কৃষি আয়করে ছাড় দেওয়া হবে। উত্তরবঙ্গের চা শিল্পের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ খবর হয়ে উঠেছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই বাজেট জনমুখী প্রকল্প ও উন্নয়নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। তবে রাজ্যের আর্থিক পরিস্থিতি মোটেও অনুকূলে নয়। ১০০ দিনের কাজ ও বাংলার বাড়ি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ একেবারে বন্ধ, অথচ রাজ্যের করের বড় অংশ আগের মতোই চলে যাচ্ছে কেন্দ্রের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার অভিযোগ করেছেন এমনকি আন্দোলনের মুখে নামতে হয়েছে,রাজ্যকে আর্থিকভাবে চাপে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন।
তবে এই দুর্দিনের মাঝেও বাজেটে যতটা সম্ভব জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের আগে শেষ বাজেটে রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোকপাত করা হয়েছে, বলে জানান।