গ্রামীণ শৌচালয় নতুন লিস্ট 2023, ১২ হাজার টাকা পাবেন নাম দেখুন
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি হলো Swachh Bharat Mission। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার ভারতের সকল গরীব পরিবারদের জন্য স্বাস্থ্যকর শৌচাগারের ব্যবস্থা করে থাকে। এই প্রকল্পটির নাম হলো Gramin Sochalay Yojana। এই প্রকল্পের মাধ্যমে ভারতের নিম্নবিত্ত পরিবার স্বাস্থ্যকর শৌচাগার বানানোর জন্য ১২,০০০ টাকা পেয়ে থাকে।
আপনি যদি শৌচালয়ের জন্য আবেদন করে থাকেন, তাহলে দেখে নিন লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে কিনা।
Swachh Bharat Mission Gramin Toilet List | Gramin Toilet Online Application Status Check
১) প্রথমে আপনাকে egramswaraj এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর নিচে Reports এর মধ্যে থাকা Centre Sponsored Schemes Data তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Beneficiary Data Integeration (Push Approach) এ ক্লিক করুন।
৪) এরপর Beneficiary Report থেকে Financial Year এ Scheme swachh bharat mission সিলেক্ট করে এগিয়ে যান।
৫) পরবর্তী পেজে আপনার রাজ্যের নাৃ,জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতেই লিস্ট চলে আসবে।
৬) অবশেষে দেখে নিন লিস্টে আপনার নাম রয়েছে কি না।
swachh bharat mission gramin toilet list status check link:- click