প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন পদ্ধতি দেখুন, ১২ হাজার টাকা

Published By: MD 360 NEWS | Updated:

ভারত সরকার ভারতের নিম্নবিত্ত মানুষকে স্বাস্থ্যকর শৌচাগার প্রতিষ্ঠা করিয়ে দেওয়ার জন্য ১২,০০০ টাকা প্রদান করে। আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি কিভাবে অনলাইনে বাড়িতে বসে Toilet Online Apply করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মোবাইল ফোন দিয়েই আবেদন করা যাচ্ছে।

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা আবেদন ডকুমেন্টসঃ-

১) আধার কার্ড
২) ব্যাঙ্কের পাশবই

Toilet Online Apply West Bengal 2023

১) প্রথমে আপনাকে Swachh Bharat Mission (Gramin) – Phase II এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো।

২) এরপর এখানে মোবাইল নাম্বার, নাম, লিঙ্গ, ঠিকানা ও রাজ্যের নাম বসিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।
৩) এরপর লগইন করুন। লগইন আইডি হলো আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড হলো মোবাইল নাম্বার এর শেষ ৪টি সংখ্যা।
৪) এরপর New Application এ ক্লিক করে, রাজ্য,জেলা,ব্লক,অঞ্চল,গ্রাম ইত্যাদি বসিয়ে দিন।
৫) নিচের ধাপে নাম ও আধার কার্ড নাম্বার ও বাবা/স্বামীর নাম বসিয়ে দিন।
৬) পরবর্তী ধাপে Bank Account Details উল্লেখ করুন ও সাবমিট করুন আপনার রেজিষ্ট্রেশন হয়ে যাবে।
৭) এরপর View Status এ ক্লিক করে Status Check করুন।

PM Toilet Online Apply West Bengal Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক