স্বাস্থ্য সাথী কার্ডের টাকা চেক করুন ও কিভাবে পাবেন দেখুন?

Published By: MD 360 NEWS | Updated:

স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্পটি 30শে ডিসেম্বর 2016 সালে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে গরীব পরিবারের সদস্যরা একটি কার্ড পাবেন, যার নাম স্বাস্থ্য সাথী কার্ড।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই কার্ড দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন। স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করার জন্য ৫ লক্ষ টাকা দেওয়া হয়। সম্পূর্ণ বিনামূল্যে আপনি সরকারি ও বেসরকারি হসপিটালে এই কার্ড দিয়ে চিকিৎসা করতে পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন দেখুনঃ- আবেদন পদ্ধতি

স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা রয়েছে কিভাবে চেক করবেনঃ-
১) প্রথমে Play Store থেকে Swasthya Sathi App টি ডাউনলোড করে নিন।
২) App টি ওপেন করে নিন।বিভিন্ন অপশন দেখতে পারবেন সেখানে।


৩) টাকা চেক করার জন্য URN Verification এ ক্লিক করুন।
৪) এরপর সেখানে Swasthya Sathi Card Number বসিয়ে দিয়ে Show Data তে ক্লিক করুন।
৫) কার্ডের মধ্যে কাদের কাদের নাম রয়েছে দেখতে পারবেন এরপর কার্ড Active নাকি Deactivate সেটাও দেখতে পারবেন। নিচে Viewa Balance এ ক্লিক করে দেখে নিন কতটাকা রয়েছে কার্ডে।
৬) এরপর সেই টাকা দিয়ে আপনি সরকারি কিংবা বেসরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন।


৭) Hospital Facility Details এ ক্লিক করে দেখে নিন কোন সরকারি কিংবা বেসরকারি হসপিটালে চিকিৎসা করতে চান, কোন রোগের তা দেখে নিন।

Swasthya Sathi App Download Link:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক