Uidai এর তরফ থেকে আজ বুধবার একলপ্তে বাতিল করে দেওয়া হলো ২ কোটির বেশি আধার কার্ড। হ্যাঁ ঠিকই পড়েছেন, আজ (২৬শে নভেম্বর) ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হলো। দেখে নিন কাদের আধার কার্ড বাতিল করা হলো ও কেন বাতিল করা হলো দেশ জুড়ে ২ কোটি আধার কার্ড? আধার কার্ড বাতিল লিস্টে আপনার নাম নেই তো?
কাঁদের আধার কার্ড বাতিল করলো UIDAI? দেশে অনেক আধার কার্ড রয়েছে যেই সকল ব্যক্তি মৃত, কিন্তু তাদের আধার কার্ড এখনো সক্রিয়। এরকম মৃত ব্যক্তিদের আধার কার্ড বাতিল করা হয়েছে। কোনো জীবিত ব্যক্তির আধার কার্ড বাতিল করা হয়নি। UIDAI আধার ডাটাবেস সঠিক রাখতে ২ কোটি-এর বেশি মৃত ব্যক্তির আধার নম্বর বন্ধ করেছে।
UIDAI মৃত্যুর তথ্য বিভিন্ন সরকারি উৎস থেকে সংগ্রহ করে এবং তা আধার রেকর্ডের সঙ্গে মিলিয়ে যাচাই করার পরে মৃত ব্যক্তিদের আধার নম্বর বন্ধ করেছে। এরপরও যদি ভুলবশত কোনো জীবিত ব্যক্তির আধার কার্ড নম্বর বাতিল বা ডিলিট হয়ে যায়, সেই ব্যক্তি আধার নাম্বার পুনরায় চালু কিংবা সক্রিয় করার জন্য আবেদন জানাতে পারবেন।
এছাড়াও UIDAI মাই আধার পোর্টালে একটি নতুন অপশন চালু করেছেন। যদি পরিবারের কোনো সদস্য মারা যায়, তাহলে পরিবারের বাকি সদস্যদের মধ্যে যেকেউ তার আধার কার্ড বাতিল করতে পারবেন Report Death Of A Family Member এই অপশন থেকে। UIDAI আধার নম্বরধারীদের উৎসাহ দিচ্ছে যে, তারা তাদের পরিবারের সদস্যদের মৃত্যু myAadhaar পোর্টালে রিপোর্ট করুন, মৃত্যুর সার্টিফিকেট Death Registering Authorities থেকে পাওয়ার পর।
UIDAI একজন ব্যক্তির জন্য ১২ সংখ্যার ইউনিক আধার কার্ড নাম্বার তৈরি করে থাকেন, একই আধার নম্বর কখনও অন্য কারও কাছে পুনরায় দেওয়া হয় না। তবে কোনও ব্যক্তির মৃত্যু ঘটলে তার আধার নম্বর নিষ্ক্রিয় করা অত্যাবশ্যক, যাতে ভবিষ্যতে পরিচয় জালিয়াতি বা সেই আধার নম্বর ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়ার সম্ভাব্য অবৈধ ব্যবহার রোধ করা যায়। UIDAI এরকম প্রায় ২ কোটিরও বেশি মৃত ব্যক্তির আধার কার্ড নাম্বার নিষ্ক্রিয় করল।











