Voter List Name Check 2025: ভোটার লিস্ট চেক করুন, আপনার ভোটার নাম্বারে অন্য ব্যক্তির নাম নেই তো,দেখুন?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, একটি দল। এদিন 27 ফেব্রুয়ারি, 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সম্মেলনে কাগজ কলমে প্রমাণ সহ দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের মানুষদের নাম ঢুকিয়েছে ও এদের রেলে করে নিয়ে আসবে ও বাংলায় ভোট দিবে, এমনই দাবী করলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “বাংলার মানুষকে আবেদন করবো আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন দয়া করে। আর তা না হলে, যেকোনো দিন NRC এর নাম করে ও CAA এর নাম করে আপনার কিন্তু নামটা ছলচাতুরী করে কেটে দিবে।”

ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা, এর পাশাপাশি আপনার পরিবারের নাম রয়েছে কিনা? সহজেই কয়েকটি ধাপ ফলো করে দেখে নিন আজকের প্রতিবেদনে। তিনটি ধাপে আপনি দেখতে পারবেন ভোটার লিস্ট।

How To Check Voter List Name / Voter Number Search Online West Bengal

1) প্রথমে আপনাকে VOTERS’ SERVICE PORTAL এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।

2) এরপর Search in Electoral Roll এ ক্লিক করুন।

3) পরবর্তী পেজে Search by EPIC, Search by Details কিংবা Search by Mobile – এই তিনটি ধাপের মধ্যে যেকোনো একটি ধাপ ফলো করে ভোটার তালিকা দেখতে পারবেন।

4) আপনার কাছে যদি ভোটার কার্ড নাম্বার থাকে, তাহলে Search by EPIC অপশন সিলেক্ট করুন ও নিচে ভোটার কার্ড নাম্বার, রাজ্য ও ক্যাপচার কোর্ড উল্লেখ করে সার্চে ক্লিক করুন। যদি শুধুমাত্র আপনার নাম চলে আসে ও সবকিছু ঠিক থাকে, তাহলে কোনো সমস্যা নেই।

5) যদি আপনার কাছে ভোটার কার্ড নাম্বার না থাকে, তাহলে Search by Details এ ক্লিক করুন। এরপর রাজ্য, নাম, অভিভাবক নাম,বয়স বা জন্ম তারিখ, লিঙ্গ, জেলা ও বিধানসভা উল্লেখ করুন ও নিচে ক্যাপচার কোর্ড উল্লেখ করে সার্চে ক্লিক করুন। আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে এরপর দেখে নিন।

6) একই ভাবে, ভোটার কার্ড অনলাইন আবেদন করার সময় উল্লেখিত মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন। এরজন্য Search by Mobile অপশন সিলেক্ট করুন। এরপর রাজ্য, রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও নিচে ক্যাপচার কোর্ড উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন ও নিচে OTP উল্লেখ করে সার্চে ক্লিক করে বিস্তারিত দেখে নিন।

Voter List Check Website Link:- Click

Voter Card Name Check Website Link Direct:- Click