ফাইনাল ভোটার লিস্ট ২০২৬, খসড়া ভোটার তালিকা, এসআইআর ফর্ম পূরণ সময়সূচি পরিবর্তন করলো কমিশন দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে চলছে ভোটার SIR প্রক্রিয়া। হাতে আর কয়েকটা দিন—এর মধ্যেই জমা দিতে হবে ভোটার SIR গণনা ফর্ম। এর আগেই সমস্ত গুরুত্বপূর্ণ তারিখে পরিবর্তন আনল নির্বাচন কমিশন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্বাচন কমিশন জানিয়েছে, ৯ ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা ছিল খসড়া ভোটার তালিকা, কিন্তু সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। শুধু খসড়া নয়, ফাইনাল ভোটার তালিকা প্রকাশের তারিখও পরিবর্তিত হয়েছে। এছাড়া, ভোটার SIR ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে করা হয়েছে ১১ ডিসেম্বর।

তাহলে দেখে নিন নতুন সংশোধিত সম্পূর্ণ সময়সূচি—

ক্রমিক নংকার্যক্রমসময়সূচী
গণনা ফর্ম পূরণ পর্ব (Enumeration Period)৪ঠা নভেম্বর থেকে ১১ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত 
পোলিং স্টেশন পুনর্বিন্যাস১১ই ডিসেম্বর ২০২৫
খসড়া ভোটার তালিকা প্রস্তুতি পর্ব ১২ই ডিসেম্বর ২০২৫ থেকে
১৫ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত
খসড়া ভোটার তালিকা প্রকাশ১৬ই ডিসেম্বর ২০২৫
দাবি-আপত্তি জানানোর সময়১৬ই ডিসেম্বর ২০২৫ থেকে
১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত
নোটিশ পর্ব (জারি, শুনানি ও যাচাই-বাছাই)১৬ই ডিসেম্বর ২০২৫ থেকে
৭ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত
ভোটার তালিকার ‘হেলথ প্যারামিটার’ যাচাই ও চূড়ান্ত অনুমোদন১০ই ফেব্রুয়ারি ২০২৬ 
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিঃ দ্রঃ উপরের সময়সূচী নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত। যেকোনো পরিবর্তনের জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

খসড়া ভোটার তালিকা (Voter Draft Roll 2025) প্রকাশ এবার সাত দিন পিছিয়ে ১৬ ডিসেম্বর করেছে নির্বাচন কমিশন। এর আগে কমিশন জানিয়ে দিয়েছিল ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। এছাড়াও জানানো হয়েছিল ফাইনাল ভোটার লিস্ট ৭ই ফেব্রুয়ারী ২০২৬ এ প্রকাশের কথা, সেই তারিখও পরিবর্তন করে ১৪ই ফেব্রুয়ারী ২০২৬ করা হয়েছে।