ভোটার SIR ফর্ম জমা দিতে দেরি হলে করনীয় কি? নাম কি বাতিল? জানালেন নির্বাচনী আধিকারিক, দেখুন

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সহ মোট ১২ টি রাজ্যে শুরু হয়েছে ভোটার এসআইআর ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ। প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি BLO পৌঁছে দিচ্ছে ভোটার SIR ফর্ম। এরপর ভোটারদের সেই SIR ফর্ম অর্থাৎ গণনা ফর্ম পূরণ করে BLO এর কাছে জমা করতে হবে। আর এই গণনা ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ চলবে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোনো ভোটার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গণনা ফর্ম অর্থাৎ SIR ফর্ম পূরণ করে জমা না করে থাকেন? তাহলে কি তার নাম চিরতরে ভোটার লিস্ট থেকে মুছে যাবে? এই নিয়ে নানান প্রশ্ন মথায় ঘুরপাক খাচ্ছে ভোটারদের। এমন অনেক ভোটার রয়েছেন, যারা পুরো পরিবার সহ বাইরের রাজ্যে কিংবা বিদেশে কাজে রয়েছেন, এছাড়াও অনেক পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে কাজের তাগিদে বাড়ির বাইরে দুরে কোথাও রয়েছেন? তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ না করে থাকেন? তাহলে কি করনীয় তাদের, সমস্ত উত্তর দিলেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার এসআইআর ফর্ম বিলির কাজ নভেম্বর মাসের ৪ তারিখ থেকে, আর তা চলবে ৪ঠা ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে ২০২৫ সালের ভোটার লিস্টে থাকা সকল ভোটারের বাড়ি বাড়ি ভোটার এনুমেরেশন ফর্ম পৌঁছে দিবেন BLO। আর ৪ঠা ডিসেম্বর এর মধ্যে সেই পূরণ করা SIR ফর্মটি সংগ্রহ করে BLO অনলাইন সাবমিট করবেন। এরপর ৯ই ডিসেম্বর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন, নির্বাচন কমিশন।

ভোটার এসআইআর ফর্ম জমা দিতে দেরি হলে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন কিংবা অফলাইনে ফর্ম জমা দিতে না পারলে, তার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে না বলে জানিয়ে দিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তবে তারা চাইলে তাদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। এরজন্য অবশ্যই সেই ভোটারকে ৯ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্দিষ্ট নথি সহকারে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, এরপর সেই ভোটারের নাম ৭ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ফাইনাল ভোটার লিস্টে উঠে আসবে।

পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, যে সকল ভোটার এসআইআর ফর্ম অনলাইন কিংবা অফলাইন পূরণ করে জমা করবেন, তাদের কাজ অনেকটাই এগিয়ে থাকবে। তাই সকল ভোটারদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার এনুমেরেশন ফর্ম পূরণ করা উচিত। এছাড়াও তিনি জানান, নির্বাচন কমিশন সারা বছর ধরেই ভোটার কার্ডে নাম তোলার কাজ করে থাকেন। আর এই Continues Revision এ সেই ভোটার তার উপযুক্ত নথি সহকারে তার নাম তুলতে পারবেন ও ভোটার কার্ড পাবেন। তবে ৯ই ডিসেম্বর এর মধ্যে ভোটার এসআইআর ফর্ম পূরণ করে জমা করলে ৭ই ফেব্রুয়ারী ২০২৬ এ প্রকাশিত ফাইনাল ভোটার লিস্টে তার নাম উঠে আসবে ও আগামী নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন বলে জানান।

অফলাইনের পাশাপাশি অনলাইনেও ভোটাররা তাদের এনুমেরেশন ফর্ম জমা দিত পারবেন। অনলাইন Voter SIR ফর্ম পূরণ করার জন্য ভোটার্স সার্ভিস পোর্টালে এসে এ ভোটার নম্বর, ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর লগ-ইন করুন রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। এরপর ‘ফিল এনুমেরেশন ফর্ম’ অপশনে ক্লিক করলেই আবেদন ফর্ম চলে আসবে। এখন ভোটার কার্ড নাম্বার ও রাজ্য উল্লেখ করে অনলাইনে বাড়িতে বসে পৃথিবীর যে কোনও জায়গা থেকে ফর্ম পূরণ করতে পারবেন ভোটাররা । তবে অনলাইনে ভোটার SIR ফর্ম পূরণ এর জন্য এপিক ও আধার কার্ডে থাকা নামের বানান একই হতে হবে। এর পাশাপাশি ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বরের লিংক থাকাও বাধ্যতামূলক।

Related News