আপনার ব্লকে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে,আবেদন করুন 2023
বেকার মহিলাদের জন্য খুশির খবর, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এই পদে। নিয়োগ করা হচ্ছে আশা কর্মী পদে(Asha Karmi Recruitment 2024)। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই আশা কর্মী পদে নিয়োগ এর নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে। আশা কর্মী পদে কিভাবে আবেদন করতে হয়,ডকুমেন্টস কি কি লাগবে,সমস্ত পদ্ধতি আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
কোন পদে নিয়োগ করা হচ্ছে?
উঃ– নিয়োগ করা হচ্ছে আশা কর্মী পদে।
আশা কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে?
উঃ– আশা কর্মী পদে আবেদন করার জন্য কমপক্ষে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
আশা কর্মী পদে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?
উঃ- আশা পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ০১/০১/২০২৩ অনুয়ায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা ২২ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবে।
আশা কর্মী পদে কারা কারা আবেদন করতে পারবেন?
উঃ– আশা কর্মী পদে বিবাহিতা মহিলা,বিবাহ বিচ্ছিন্ন মহিলা, বিধবা মহিলারা আবেদন এর যোগ্য।
আশা কর্মী পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
উঃ- আশা পদে আবেদন করতে ডকুমেন্টস লাগবে-
১) ভোটার কার্ড / রেশন কার্ড।
২) মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট বা এডমিট কার্ড।
৩) তপশিলি জাতি ও উপজাতি সার্টিফিকেট(যদি থাকে)।
৫) ২ কপি পাসপোর্ট সাইজের ফটো।
৬) ৫ টাকার ডাক টিকিট।
আশা কর্মী পদে কোথায় নিয়োগ করা হচ্ছে?
উঃ– এই প্রতিবেদনে আলোচনা করা আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে এবং সেখানেই বিভিন্ন ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করা হবে।
আশা কর্মী পদের আবেদন ফর্ম কেথায় পাওয়া যাবে?
উঃ– আশা কর্মী পদে আবেদন ফর্ম নিকটবর্তী বি.ডি.ও অফিসে পাওয়া যাবে ও সেখানেই জমা করতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে আবেন ফর্ম ডাউনলোড করে নিন।
আশা কর্মী পদে আবেদনের শেষ তারিখ কবে?
উঃ– আশা কর্মী পদে আবেদন এর শেষ তারিখ ২৪/১১/২০২৩ পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ- Click
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডঃ- LinkLink
আর চাকরির আপডেট পেতে যুক্ত হন