West Bengal Budget 2025-26 PDF Download: রাজ্য বাজেটে এ বছর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য—
১) সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ৪% বৃদ্ধি, এবার থেকে মোট ১৮%।
২) স্কুলশিক্ষায় ৪১,১৫৩.৭৯ কোটি টাকা, উচ্চশিক্ষায় ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ।
৩) স্বাস্থ্য খাতে বরাদ্দ ২১,৩৫৫ কোটি টাকা, স্বাস্থ্যসাথী প্রকল্পের সম্প্রসারণ।
৪) চা শিল্পে কর ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কৃষি আয়কর ছাড়
৫) ‘বাংলার বাড়ি’ প্রকল্প: ১৬ লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ।
৭) আশা ও অঙ্গনারী কর্মীদের জন্য ৭০ হাজার আশা কর্মীকে স্মার্টফোন, বরাদ্দ ২০০ কোটি টাকা।
৮) কৃষকদের জন্য নতুন উদ্যোগ ধান কেনা ও নতুন কেন্দ্র তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ।
৯) পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য ১৫০০ কোটি বরাদ্দ
১০) ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হল ৫০০ কোটি
১১) ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্প, বরাদ্দ ২০০ কোটি
১২) ৩৫০টি সুফল বাংলার নতুন স্টল
১৩)গঙ্গাসাগরে সেতু তৈরি করতে ৫০০ কোটি
রাজ্য বাজেটের ২০২৫ সম্পূর্ণ তথ্য ও পিডিএফ ডাউনলোড করুন :
সরকারি ওয়েবসাইট থেকে বাজেট পিডিএফ ডাউনলোড কিভাবে করবেন নিচের ধাপ গুলো ফলো করুন –
🔗 ডাউনলোড লিংক: West Bengal Budget 2025-26
১) প্রথমত আপনাকে finance.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Budget 2025 View Publication এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Budget Speech 2025-2026 এ থেকে Budget Speech বাংলা ও ইংরেজি PDF ডাউনলোড করে নিন।
৪) এরপর 2025-26 অর্থ বর্ষের বাজেট ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন।
West Bengal Budget 2025-26 PDF Download Bengali:- Download
West Bengal Budget 2025-26 PDF Download English: Download
Website Link:- Click