শিক্ষা

WB College Admission 2024: আজ থেকে শুরু হলো নতুন পোর্টাল থেকে কলেজে ভর্তির আবেদন,দেখুন আবেদন পদ্ধতি ও ডকুমেন্টস কি কি দরকার?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

College Admission 2024 Online Apply West Bengal: আজ থেকে পশ্চিমবঙ্গে স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হলো। একটি মাত্র পোর্টাল থেকে শিক্ষার্থীরা এখন এক বা একাধিক(সর্বোচ্চ 25 টি) কলেজে ভর্তির অনলাইন আবেদন জানাতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থীরা এবার কলেজে স্নাতকস্তরে ভর্তির জন্য, রাজ্য সরকারের নতুন পোর্টাল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ব্যবহার করতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Centralised Admission Portal থেকে রাজ্যের প্রায় সমস্ত কলেজে স্নাতকস্তরে ভর্তির জন্য আবেদন জানানো যাবে। সর্বমোট 25টি কলেজে একটি মাত্র পোর্টাল থেকে একবারই আবেদন জানানো যাবে। পাশাপাশি Centralised Admission Portal থেকে সম্পূর্ণ বিনামূল্যে কলেজে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। কলেজের মেরিট লিস্ট থেকে আবেদন ফি ইত্যাদি বিস্তারিত জানা যাবে Centralised Admission Portal থেকে।

West Bengal College Admission 2024 Online Apply Documents List / Centralised Admission Portal Online Apply Documents 2024 / কলেজের ফর্ম ফিলাপে কি কি ডকুমেন্টস লাগবেঃ-

  • আবেদনকারীর একটি সক্রিয় মোবাইল নাম্বার।
  • আবেদনকারীর সক্রিয় জিমেইল আইডি।
  • আবেদনকারীর কালার পাসপোর্ট সাইজের ফটো।
  • আবেদনকারীর সিগনেচার।
  • বয়সের প্রমাণ পত্র হিসাবে – মাধ্যমিক এডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
  • মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট।
  • উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট।
  • মাধ্যমিক রেজিষ্ট্রেশন সার্টিফিকেট।
  • জাতিগত শংসাপত্র যদি থাকে – SC/ST/OBC-A/OBC-B/EWS সার্টিফিকেট।
  • PWD সার্টিফিকেট,যদি প্রযোজ্য হয়।
  • আবেদনকারীর একটি পরিচয় পত্র- আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট ইত্যাদি।
  • বাংলার শিক্ষা আইডি,যদি থাকে।
  • ব্যাঙ্কের পাশবই/বাতিল চেক/Bank Statement প্রথম পাতা।

Centralised Admission Portal Online Apply 2024 West Bengal / College Admission 2024 Online Apply

১) প্রথমে আপনাকে WBCAP এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর রেজিস্ট্রারে ক্লিক করে মোবাইল নাম্বার, জিমেইল আইডি, নাম, ঠিকানা, জন্ম তারিখ, পাসওয়ার্ড ইত্যাদি উল্লেখ করে রেজিস্ট্রেশন করুন।
৩) এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড চলে আসবে তা দিয়ে লগইন করুন, লগইনে ক্লিক করে।
৪) এরপর আপনাকে প্রথমত Profile Complete করতে হবে।
৫) এরজন্য Update Profile এ ক্লিক করে – Personal Information, Address, Additional Information, Results ও ডকুমেন্টস আপলোড ইত্যাদি সঠিকভাবে ফিলাপ করে সাবমিট করলে Profile 100% Complete হয়ে যাবে।
৬) এরপর আপনাকে পছন্দ মতো সর্বোচ্চ 25টি কলেজে/বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে।
৭) এরজন্য Add Course/College এ ক্লিক করে কোন বিষয়ে, কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক তা সিলেক্ট করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ তথ্যঃ-

  • 24 জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু।
  • 7 জুলাই পর্যন্ত কলেজে ভর্তির আবেদন চলবে।
  • 12 জুলাই প্রথম দফার মেধাতালিকা প্রকাশিত হবে Centralised Admission Portal এ।
  • 18 জুলাই প্রথম দফার ভর্তি শেষ হবে।
  • 23 জুলাই থেকে শুরু হবে Centralised Admission Portal এ আপগ্রেডেশন রাউন্ড।
  • 26শে জুলাই এর মধ্যে আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি শেষ হবে।
  • 6ই আগস্ট-এর মধ্যে কলেজে নথি যাচাই শেষ হবে।
  • 7ই আগস্ট থেকে ক্লাস শুরু হবে।
  • এর পরে মপ আপ রাউন্ড।

আরও বিস্তারিত জানতে Centralised Admission Portal এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Centralised Admission Portal Online Apply Link:- ক্লিক

কলেজের ভর্তির অনলাইন আবেদন ভিডিও – Step By Step দেখুনঃ- ক্লিক করুন এখানে

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button