চাকরি

পশ্চিমবঙ্গে জেলা আদালতে মাধ্যমিক পাশে চাকরি ২০২৫, মাসিক বেতন ৩২,১০০ টাকা! আবেদন পদ্ধতি দেখুন?

রাজ্যে জেলা আদালতে নতুন করে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন ৩২ হাজার ১০০ টাকা থেকে শুরু,দেখুন আবেদন পদ্ধতি।

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

West Bengal Job Vacancy 2025: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এই মুহূর্তে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রাজ্যে জেলা আদালত থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জেলা আদালতে কর্মী নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায়। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আবেদন করবেন এই পদে, আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, কতদিন পর্যন্ত চলবে আবেদন? বিস্তারিত ভালো ভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি সহকারে দেখে নিন।

পদের নামঃ– রাজ্য জেলা আদালত থেকে গ্রুপ বি – ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

বয়সঃ– ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী হিসেব করে সর্বনিম্ন ১৮ বছর বয়সের মধ্যে।

বেতনঃ– English Stenographer পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে, ROPA ২০১৯ অনুযায়ী Pay Level-১০ সর্বনিম্ন ৩২ হাজার ১০০ টাকা থেকে শুরু করে ৮২ হাজার ৯০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতাঃ– ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার কোর্স করা সার্টিফিকেট থাকতে হবে ও কম্পিউটার টাইপিং স্পিড ভালো থাকতে হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

আবেদন পদ্ধতিঃ- আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য Office Of The District Judge, Uttar Dinajpur এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে ২২/০১/২০২৫ তারিখের মধ্যে। আবেদন করার সময় ও পেমেন্ট করার সময় কোনোরকম সমস্যা হলে Help Desk নাম্বার 9735212221 ও জিমেইল [email protected] এ যোগাযোগ করতে পারবেন, সোম থেকে শনি সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ ভালো ভাবে দেখে নিয়ে আবেদন করুন।

West Bengal District Judge English Stenographer Recruitment Notification 2025:- Download

English Stenographer Job Online Apply Link:- Apply Now

আরও চাকরির আপডেট পেতে আমার টেলিগ্রামে জয়েন্ট করুনঃJoin Now

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button