চাকরি

জেলায় উচ্চ মাধ্যমিক পাশে চাকরি ১৮ হাজার টাকা মাসে West Bengal Govt Job Vacancy 2021. WB Job News 2021. WB Govt Job Recruitment 2021

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্য সরকারের তরফ থেকে আপনার জেলায় নতুন আরও একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে। এই পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা করে।নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম :Paramedical worker(PMW),NLEP
শিক্ষাগত যোগ্যতা :এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর যোগ্যতা থাকতে হবে অন্তত পক্ষে উচ্মাধ্যমিক পাশ ,তার সাথে PMW trainig এর সার্টিফিকেট থাকতে হবে ।
অথবা Msw/BSC এর health থেকে ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সাথে কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা : এই পদ এ আবেদনের জন্যে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর (০১/০১/২০২১) এর মধ্যে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন : এই পদের যোগ্য ব্যক্তিদের বেতন হবে ১৮,০০০/- টাকা করে প্রতি মাসে।
শূন্যপদ : এই পদের জন্য শুধুমাত্র একটি পদ রয়েছে এবং এই পদের জন্য OBC-A ব্যক্তিরাই আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে।আবেদন পত্রটি ফিলাপ করে সাথে সমস্ত ডকুমেন্টস যেগুলো রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমান,শিক্ষাগত যোগ্যতা,জাতিগত শংসাপত্র, কম্পিউটার সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট ইত্যাদি জেরক্সে Self Attested করে পাঠিয়ে দিতে হবে Post Office বা কুরিয়ারের মাধ্যমে,হাতে জমা নেওয়া হবে না।
নিয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়,আবেদন করতে পারবেন উত্তর দিনাজপুর জেলার GoalPokher-1 Block এর বাসিন্দারা।
আবেদন ফর্ম পাঠানোর ঠিকানাঃ– Government Of West Bengal Office Of The Chief Medical Officer Of Health Uttar Dinajpur.

আবেদন করতে হবে ০২/০৭/২০২১ বিকেল ৫ টার মধ্যে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃhttp://uttardinajpur.nic.in/http://uttardinajpur.gov.in/
আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃ

Related Articles

Back to top button