৩৫০ ফার্মাসিস্ট নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, আজ থেকেই আবেদন শুরু, জেনে নিন কিভাবে করবেন আবেদন

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

West Bengal Govt Pharmacist Recruitment: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ফার্মাসিস্ট গ্রেড-৩ পদে ৩৫০ জন কর্মী নিয়োগ করবে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) এ নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে। সরাসরি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের অধীনে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যোগ্যতা:
আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে এবং পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা জীববিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি ফার্মাসিতে অন্তত দুই বছরের ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর অবশ্যই পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলে ‘এ’ ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসেবে নথিভূক্ত থাকতে হবে।

বয়সসীমা:
১৮ থেকে ৩৯ বছর।

বেতন:
কর্মীরা মাসিক বেতন ২৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত পাবেন।

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে প্রথমে www.hrb.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে।

আবেদন ফি:
২১০ টাকা। এছাড়াও পশ্চিমবঙ্গের এসসি, এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি:
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ফার্মাসিস্ট গ্রেড-৩ পদে এ বছর মোট ১০০ নম্বরে প্রার্থীদের বাছাই করা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য ৭৫ নম্বর, কাজের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর এবং সাক্ষাৎকারের জন্য ১৫ নম্বর ধরা হয়েছে। এছাড়াও প্রয়োজনে বোর্ড লিখিত পরীক্ষা বা কম্পিউটারভিত্তিক পরীক্ষা (CBT) নিতে পারে। সে ক্ষেত্রে নম্বরের বণ্টনে পরিবর্তন আসতে পারে বলে বোর্ড জানায়।

আবেদনের শেষ তারিখ:
আবেদনকারীরা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।

Related News