টেক টিপস

গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন পোর্টাল – ইনকাম, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন আবেদন?

পঞ্চায়েত দপ্তর এবার অনলাইন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ ইত্যাদি সার্টিফিকেট গুলি আবেদন পদ্ধতি চালু করলো। পঞ্চায়েত অফিসে না গিয়ে বাড়িতে বসে অনলাইনে সমস্ত সার্টিফিকেট আবেদন করুন এইভাবে!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবার নতুন এক পোর্টাল চালু করলো। যার মাধ্যমে এখন অনলাইনে ইনকাম সার্টিফিকেট সহ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিসটেন্স সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এতদিন BDO এর ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করা যেতো। এখন আপনি গ্রাম পঞ্চায়েত অফিসের ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই।

আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে অনলাইনে বাড়িতে বসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট ও ডিসটেন্স সার্টিফিকেট আবেদন করবেন। আবেদন করার জন্য কি কি নথি লাগবে, বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে।

আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবেঃ-

১) পাসপোর্ট সাইজের ফটো,

২) পরিচয় পত্র ও বসবাসের প্রমাণপত্র হিসাবে একটি করে ডকুমেন্টস –

  • Certificate Issued by Gram Sansad Member (Mandatory for Income and Same Name Certificate)
  • Aadhaar Card
  • Passport
  • Driving License
  • Election Commission
  • Voter ID Card
  • Ration Card with address
  • CGHS/ECHS Card
  • Certificate of address with photo from Govt. recognized educational institutions (for students only)
  • Income Tax PAN Card
  • Current passbook of Post Office/any scheduled bank having photo
  • Photo Identity Card (of Central Govt./PSU or State Govt./PSU only)
  • MGNREGA card issued by Govt.
  • Photo Identity Card issued by Govt. Recognized educational institutions (for students only)
  • Pensioner Card having photo and Address
  • Kissan Passbook having photo and Address

গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতিঃ-

1) প্রথমে আপনাকে prd.wb.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

2) এরপর Panchayat Management System এ ক্লিক করুন।

3) এরপর Citizen Corner এ ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।

4) এরপর আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করুন ও ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলে আবেদন হয়ে যাবে।

বিঃদ্রঃ – এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে প্রকাশিত পোর্টালটি টেস্টিং এর জন্য চালু করা হয়েছে, খুব তাড়াতাড়ি এখান থেকে এইভাবে সার্টিফিকেট আবেদন করতে পারবেন। 

West Bengal Gram Panchayat Income, Residential Certificate Online Apply Link:- Click

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button