প্রকল্প

গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু নতুন মোবাইল অ্যাপ ও নাম্বার! অনলাইনে পাবেন ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন সুবিধা দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষদের জন্য সুখবর। এখন গ্রামীণ এলাকায়র প্রয়োজনীয় শংসাপত্র পাবেন মোবাইল অ্যাপের মাধ্যমে। যেভাবে BDO কিংবা SDO এর কাছে শংসাপত্র পেতে অনলাইন আবেদনের প্রয়োজন পরে। এবার ঠিক তেমনি গ্রামীণ এলাকাযর প্রয়োজনীয় শংসাপত্র পেতে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইন আবেদন এর মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিংবা বসবাসের শংসাপত্রের মধ্যে শংসাপত্র এখন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এই নতুন অ্যাপে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে সঠিকভাবে, এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে দিতে হবে অনলাইনে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে, অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন সেই প্রয়োজনীয় শংসাপত্র।

এরফলে গ্রাম পঞ্চায়েতের অধিনে বসবাসকারী মানুষদের শংসাপত্র পেতে পঞ্চায়েত স্তরে থাকা জনপ্রতিনিধিদের দরবারে বারংবার যাওয়ায় দিন শেষ হতে চলছে।পঞ্চায়েত দফতর সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যেই চালু হচ্ছে এই নতুন অ্যাপটি। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম’-এর অধীনেই এই অ্যাপ এবং এই প্রকল্পের কাজ শুরু হবে।

এর পাশাপাশি, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে,পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উপস্থাপনায় রাজ্য চালু হলো হোয়াটসঅ্যাপ চ্যাটবটের সুবিধা। এই বিশেষ সুবিধা ব্যবহার করতে পারবেন সকল রাজ্যবাসী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কর্মীরা।

6291265854 এই বিশেষ WhatsApp Number টি দিয়ে WhatsApp চ্যাটবটের সুবিধা পাবেন। এই চ্যাটবটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন পোর্টালের প্রাসঙ্গিক বার্তা সংগ্রহ করা যাবে। এই সুবিধা পেতে উক্ত নাম্বারটিতে WhatsApp এ Hi মেসেজ পাঠালে, এরপর কি কি সুবিধা পেতে চান তা পেয়ে যাবেন।

নাগরিকেরা এই হোয়াটসঅ্যাপ চ্যাটবট থেকে যে সমস্ত তথ্য পাবেন:-

  1. পঞ্চায়েতের বিভিন্ন তথ্য,
  2. ট্রেড এনওসি সার্টিফিকেট,
  3. হাউস বিল্ডিং অ্যাপ্রুভাল সার্টিফিকেট,
  4. ট্রেড এনওসির রিনিউয়াল অ্যালার্ট,
  5. পঞ্চায়েত ট্যুরিজম পোর্টালের বুকিং স্লিপ,
  6. পঞ্চায়েত ট্যুরিজম পোর্টালের বুকিং বাতিলের মেসেজ,
  7. পঞ্চায়েত ট্যুরিজম পোর্টালের নতুন সম্পত্তি অন্তর্ভুক্তির আপডেট সহ ইত্যাদি বিভিন্ন সুবিধা।

কর্মী ও নির্বাচিত সদস্যরা এই হোয়াটসঅ্যাপ চ্যাটবট থেকে যে সমস্ত তথ্য পাবেন:-

  1. জরুরি বার্তা,
  2. পি.আর.আই কমিটি গঠন,
  3. ফোর ফোল্ডার নিউজলেটার পঞ্চায়েতি রাজ,
  4. অংশগ্রহণকারীদের মিটিং নোটিশ,
  5. পি.আর.আই কর্মীদের পে স্লিপ,
  6. পি.আর.আই কর্মীদের অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট,
  7. মিটিং নোটিশ প্রচার সহ আরও নানান সুবিধা।

প্রশাসকেরা এই হোয়াটসঅ্যাপ চ্যাটবট থেকে যে সমস্ত তথ্য পাবেন:-

  • গ্রাম পঞ্চায়েতের ফর্ম ২৬,
  • পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ক্যাশ অ্যানালাইসিস।

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button