ঘরের নতুন লিস্ট 2023 প্রকাশিত হলো,লিস্টে নাম চেক করুন
আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। আর আপনার বাসস্থানের জন্য কোনোরকম ঘর নেই।কিংবা আপনার বাড়ি রয়েছে কিন্তু সেটি পাকা বাড়ি নয় কাঁচা বাড়ি।তাহলে আপনি রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়ে যাবেন।
আবাস প্লাস যোজনায় কারা কারা ঘর পাবে ইতিমধ্যেই নতুন লিস্ট ২০২৩ প্রকাশিত হলো ঘরের। আপনি এখন মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে দেখে নিতে পারবেন আপনার এলাকায় কিংবা আপনার গ্রামে কারা কারা বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা পাবে।
আবাস প্লাস যোজনা ২০২৩ এর নতুন লিস্টে আপনার নাম উঠলে কি না, কিভাবে চেক করবেন মোবাইল ফোন দিয়ে, তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি। আবাস প্লাস যোজনায় মোট টাকার ৬০% কেন্দ্র সরকার ও ৪০% রাজ্য সরকার দিয়ে থাকে।
আবাস প্লাস যোজনা নতুন লিস্ট ২০২৩। Awas Plus Yojana New List 2023-24
১) প্রথমে আপনাকে Pradhan Mantri Awaas Yojana Gramin এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Main Menu তে ক্লিক করে Awaassoft এ ক্লিক করুন।
৩) এরপর Awaassoft এ ক্লিক করে Report এ ক্লিক করুন।
৪) এরপর IAY- Indira Awaas Yojana Report(Beta version) অপশনে থাকা Beneficiary details for verification এ ক্লিক করুন।
৫) এরপর MIS Report অপশন থেকে আপনার রাজ্যের নাম,জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম ও কোন সালের লিস্টে আপনার নাম চেক করতে চান তা সিলেক্ট করে সাবমিট করুন। এরপর আপনার সামনে ঘরের নতুন লিস্ট চলে আসবে, সেখান থেকে ঘরের নতুন লিস্ট ডাউনলোড করে আপনার নাম খুঁজে নিন। লিস্টে আপনার নাম ও আপনার এলাকায় কাদের কাদের নাম এসেছে দেখে নিন।
Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক