প্রকল্প

স্বাস্থ্য আইডি কার্ড বানান ফ্রিতে Health Id Card Online Apply

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

স্বাস্থ্য আইডি কার্ড কি(Health Id Card)?
Health Id Card হলো আধার কার্ডের মতোই একটি হেল্থ আইডি কার্ড। হেল্থ আইডি কার্ডে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। Health Id Card বানালে আপনি অনেকরকমের সুবিধা পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতিটি হেলথ আইডি জাতীয় ডিজিটাল হেলথ মিশন বা এনডিএইচএম-এর মতো হেলথ ডেটা কনসেন্ট ম্যানেজারের সঙ্গে যুক্ত থাকবে। এতে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, প্রেসক্রিপশন এবং যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে আগে কখনও হাসপাতালে ভর্তি হলে তারও তথ্য থাকবে। রোগীর সম্মতি অনুসারে এইসব স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যবহার করা হবে।

স্বাস্থ্য আইডি তৈরি করাটা অবশ্য একেবারেই বাধ্যতামূলক হবে না। সরকারের অবশ্য আশা, এমনিই বহু ভারতীয় এই আইডি তৈরি করবেন। এই আইডি ভারতের সব রাজ্যে, হাসপাতালে, ডায়াগনস্টিক ল্যাবরেটরি এবং ফার্মাসিগুলিতে কার্যকর হবে।

How To Apply Health Id Card Online:-

১) Health Id Card Apply করার জন্য প্রথমে আপনাকে হেল্থ আইডি কার্ড বানানোর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।


২) এরপর Create Your Health Id Now এ ক্লিক করুন।
৩) এরপর আধার কার্ডের মাধ্যমে লগইন করতে পারেন কিংবা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।যেটা দিয়ে লগইন করতে চান,সেটি সিলেক্ট করুন।
৪) এরপর আধার নাম্বার বা মোবাইল নাম্বার বসিয়ে দিন।
৫) এরপর নাম,জন্ম তারিখ, ঠিকানা, রাজ্যের নাম,জেলা,লিংগ ও পাসওয়ার্ড সেট করে এগিয়ে যান।
৬) পরবর্তী পেজে আপনি আপনার হেল্থ আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

Health Id Card Online Apply Link:- 

Related Articles

Back to top button