পশ্চিমবঙ্গে চাকরির মেলা ২০২৩ অনলাইন আবেদন,ইন্টারভিউ দিয়ে চাকরি
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও বড়ো সুবর্ণ সুযোগ চাকরির। রাজ্যে হতে চলছে প্রতি বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থনিগম (WBMDFC) দপ্তরের তরফ থেকে মিলন উৎসব 2023।পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
মিলন উৎসব ২০২৩ এর মাধ্যমে বেকার যুবক যুবতীরা প্রতি বছরের মতো এবার ও সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ পাবে।এরজন্য অবশ্যই এখানে আবেদন করতে হবে।
West Bengal Job Fair 2023 এ আপনি যেসমস্ত চাকরির জন্য আবেদন করতে পারবেন।
১) FINANCE/BANKING/INSURANCE,
২) IT / ITES,
৩) MANUFACTURING / ENGINEERING,
৪) MANAGEMENT SERVICES,
৫) HOSPITALITY,
৬) HEALTH CARE,
৭) APPARELS
Job Fair 2023 Online Apply West Bengal | Job Fair 2023 Kolkata | West Bengal Job Fair 2023
১) প্রথমে আপনাকে milanutsav2023.wbmdfconline.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো।
২) এরপর Apply For Job Fair এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনি কোন চাকরির জন্য আবেদন করতে চান,তা সিলেক্ট করুন।
৪) পরবর্তী পেজে নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করতেই আবেদন হয়ে যাবে।
জব ফেয়ার ২০২৩ এবার অনুষ্ঠিত হবে (West Bengal Job Fair 2023 Venue)
কলকাতার পার্ক সার্কাস ময়দান (Kolkata Park Circus)।
Job Fair 2023 শুরু হবে 10.02.2023 থেকে 16.02.2023 পর্যন্ত। Job Fair এর দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ফটো সাথে নিয়ে যেতে হবে।
Job Fair 2023 Online Apply Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক