টেক টিপস

রেশন কার্ড ক্যাটাগরি পরিবর্তন করুন অনলাইনে AAY কার্ডে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গে একাধিক ধরনের রেশন কার্ড রয়েছে,কারো কাছে RKSY-1, RKSY-2, SPHH, PHH ও GEN এছাড়াও কারো কাছে রয়েছে AA । বিভিন্ন গোষ্ঠীর জন্য ও আর্থিক দিকের ওপর ভিত্তি করে রেশন কার্ড এর ধরন আলাদা আলাদা রয়েছে। এক এক ধরনের রেশন কার্ডে গ্রাহকেরা এক এক রকমের সুবিধা পেয়ে থাকেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমরা সবাই জানি, করোনা মহামারীর সময় থেকে রেশন কার্ড হোল্ডারদের রাজ্য সরকার ও কেন্দ্র সরকার সম্পূর্ণ বিনামূল্যে চাল/ডাল ইত্যাদি দিয়ে আসছে ৷

রেশন কার্ড শুধু রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী কম দামে পাওয়ার জন্য নয়,রেশন কার্ড থাকলে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আমরা ড্রাইভিং লাইসেন্স এছাড়াও পাসপোর্ট তৈরি করার সময় ইত্যাদি ডকুমেন্টস হিসাবে জমা করতে পারি।

আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি যদি আপনার কাছে RKSY-1 কিংবা RKSY 2 অথবা GEN রেশন কার্ড থাকে সেটিকে কিভাবে SPHH বা PHH কিংবা AAY রেশন কার্ডে পরিবর্তন করতে পারবেন।

Ration Card Category Online Change West Bengal:-

১) প্রথমে আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো

২) এরপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
৩) এরপর Apply From 8 এ ক্লিক করুন।
৪) যা যা তথ্য চাচ্ছে তা দিয়ে সাবমিট করুন আপনার কাজ হয়ে যাবে।
৫) এরপর Application Status Check এ ক্লিক করে Status Check করতে পারবেন ও e Ration Card Online Download করে নিতে পারবেন।

Ration Card Category Change Website Link:- Click

Ration Card Status Check Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button