ট্রেন্ডিং খবর

রাজ্যে ৩০ জুলাই পর্যন্ত লকডাউন বাড়লো,দেখুন কি কি খুললো ও চলবে ও বন্ধ। লকডাউন কবে শেষ হবে? West Bengal Lockdown News Today Live. West Bengal Lockdown Notification. wb.gov.in

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গে ৩০ জুলাই পর্যন্ত বাড়লো লকডাউনের বিধিনিষেধ। বুধবার এ নিয়ে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেখে নেওয়া যাক শুক্রবার থেকে কি কি খুলবে ও কি কি বন্ধ থাকবে….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) সমস্ত স্কুল /কলেজ /বিশ্ববিদ্যালয় / অঙ্গনওয়াড়ি সেন্টার এককথায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
২) বাস, অটো রিক্সা ইত্যাদি আগের মতোই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে। ৫০% যাত্রী নিয়ে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে।
৩) শুক্রবার থেকে চলবে মেট্রো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। সেক্ষেত্রে সপ্তাহে ৫ দিন চালু থাকবে মেট্রো পরিষেবা। শনিবার ও রবিবার বন্ধ থাকবে মেট্রো ট্রেন পরিষেবা।
৪) আগের মতোই বন্ধ থাকছে সিনেমা হল,সুইমিং পুল,স্পা।

৫) বিয়ের অনুষ্ঠানে ৫০% লোক নিয়ে অনুষ্ঠান চালানো যাবে।
৬) সমস্ত রকম সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমায়েত বন্ধ থাকছে।
৭) শেষকৃত্যের কাজ ২০ জন লোক নিয়ে শেষ করতে হবে।
৮) জরুরি ও অত্যাবশ্যক পরিষেবার সাথে যুক্ত সরকারি অফিস, টেলিকম, ইন্টারনেট, প্রিন্ট, মিডিয়া, দমকল,হোম ডেলিভারি ইত্যাদি আগের মতোই খোলা থাকবে।
৯) বাকি সমস্ত সরকারি অফিস স্বাভাবিক কাজের সময় অনুয়ায়ী ২৫ শতাংশ নিয়ে কাজ চালাতে পারবে।
১০) পার্ক খোলা থাকবে সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত। যারা করোনার টিকা নিয়েছেন তারাই প্রবেশ করতে পারবেন।

১১) সমস্ত দোকান,হাট-বাজার খোলা থাকবে আগের মতোই। কোনোরকম সময়সূচী নেই আর। যখন ইচ্ছা খোলা বন্ধ রাখা যাবে।
১২) শপিং মল খুলে যাচ্ছে, কোনোরকম সময়সূচী নেই। যখন ইচ্ছা খোলা বন্ধ রাখা যাবে।তবে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে ও ৫০ শতাংশ ক্রেতা থাকবে সেখানে।
১৩) রেস্টুরেন্ট, বার,হোটেল খোলার সময়সূচি ও তুলে নেওয়া হলো।আগের মতোই স্বাভাবিক ভাবে খোলা থাকবে।তবে ৫০% লোক যেনো থাকে।
১৪) জিম খোলা থাকবে সকাল ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ও বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ৫০ শতাংশ মানুষ নিয়ে জিম খোলা রাখা যাবে।
১৫) ৫০ শতাংশ সিট কেপাচিটি নিয়ে সেলুন, বিউটি পার্লার খোলা যাবে।
১৬) বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে আগের মতোই স্বাভাবিক সময়ে খোলা রাখা যাবে।
১৭) ব্যাঙ্ক খোলদ থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত।

১৮) সিনেমা, শুটিং,TV Show এর কাজের ক্ষেত্রে ৫০ জনকে নিয়ে চালানো যাবে।
১৯) আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন পরিষেবা।বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা ৩০ জুলাই পর্যন্ত।
২০) E-commerce / Home Delivery থেকে ছাড় দেওয়া হয়েছে।
২১) পেট্রল পাম্প, LPG Gas অফিস, ডিসটিবিউটর সেন্টার খোলা থাকবে।

Related Articles

Back to top button