প্রাইমারি টেট 2022 পরীক্ষার ফাইনাল উত্তর পত্র প্রকাশিত হলো দেখুন পাশ না ফেল?
প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ এর চূড়ান্ত উত্তর পত্র প্রকাশিত করলো আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, যদি কারো উত্তর পত্র নিয়ে কোনোরকমের অভিযোগ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে। সেই মতো বহু পরীক্ষার্থী চ্যালেঞ্জ করেছিল। আর আজকে তার ফাইনাল উত্তর পত্র প্রকাশিত করলো বোর্ড।
আমরা প্রত্যেকেই জানি গত ১১ ডিসেম্বর ২০২২ প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল। এবার প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছেন। টেট এর ফাইনাল উত্তর পত্রের ভিত্তিতেই মেধাতালিকা তৈরি হবে। পর্ষদ সূত্রে খবর খুব তাড়াতাড়ি টেট পরীক্ষার রেজাল্ট অনলাইনে চেক করা যাবে।
West Bengal Primary TET 2022 Final Answer Key Pdf Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক
West Bengal Primary Tet 2022 Result Check Online:-
১) প্রথমে আপনাকে West Bengal Board Of Primary Education এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to v এ ক্লিক করুন।
৩) এরপর Teacher Eligibility Test, 2022 (TET-2022) এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে View Answer Key For TET 2022 এ ক্লিক করে ফাইনাল উত্তর পত্র ডাউনলোড করতে পারবেন।
৫) আর Check Result এ ক্লিক করে নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করতেই রেজাল্ট নাম্বার চলে আসবে।
WB TET Result Check Website Link:- Click